ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

ভূঞাপুরে শিক্ষককের ওপর হামলায় জড়িত বখাটেদের শাস্তির দাবি শিক্ষার্থীদের


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৭-৬-২০২২ দুপুর ২:২৫

টাঙ্গাইলের ভূঞাপুরে মাদরাসা শিক্ষককে মারধর ও লাঞ্ছিতের ঘটনায় মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। মঙ্গলবার (৭ জুন) সকাল ৯টায় উপজেলার সিরাজকান্দি দাখিল মাদরাসার সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শিক্ষক ও এলাকাবাসী বলেন, মাদরাসার ছাত্রীদের ইভটিজিংয়ে বাধা ও প্রতিবাদ করায় শিক্ষকদের বহিরাগত যেসব বখাটে লাঞ্ছিত ও মাধধর করেছে, তাদের সবাইকে দ্রুত গ্রেপ্তার করে বিচার ও শাস্তির আওতায় আনতে হবে।

শিক্ষার্থীরা বলে, ইভটিজিংকারী বখাটে অভিযুক্ত দুজন গ্রেপ্তার হলেও বাকিদের গ্রেপ্তারে গড়িমসি করছে পুলিশ। অভিযুক্ত বাকিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করে তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন- মাদরাসার সুপার (প্রধান শিক্ষক) মাওলানা আব্দুল কদ্দুস, সহকারী শিক্ষক শফিকুল ইসলামসহ মাদরসার শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

প্রসঙ্গত, গত ২৯ মে রোববার দুপুরে মাদরাসা ছাত্রীদের কমনরুমের কাছে টয়লেটের উপর দিয়ে উঁকি দেয় জাহিদ ও সাগর নামে দুই বখাটে। এ সময় মাদরাসার শিক্ষকরা টের পেলে বখাটে দুজনের মধ্যে সাগর পালিয়ে যায় এবং জাহিদকে ধরে অফিসকক্ষে নিয়ে আসেন শিক্ষকরা। পরে জাহিদকে তার এক বড় ভাই ছাড়িয়ে নিয়ে যায়।

পরদিন ৩০ মে দুপুরে মাদরাসার সহকারী শিক্ষক নজরুল ইসলাম ও মুন্নাফ নামাজ পড়তে যাওয়ার সময় পুনর্বাসনের কাছে পৌঁছলে জাহিদ, সাগর, শাহাদত, বাছেদ, স্বপনসহ ৮-১০ বখাটে তাদের মারার জন্য পথ আটকায়। একপর্যায়ে বখাটেরা রড ও ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে মাথায় ও হাতে আঘাত করে। পরে স্থানীয় ও শিক্ষকরা তাদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন

ওই ঘটনার এক দিন পর আহত শিক্ষক নজরুল ইসলাম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ভূঞাপুর থানায় মামলা করলে টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি-৩-এর সদস্যরা অভিযান চালিয়ে বুধবার (১ জুন) অভিযুক্ত সাগর ও স্বপনকে গ্রেপ্তার করে সন্ধ্যায় ভূঞাপুর থানায় সোপর্দ করে। বৃহস্পতিবার (২ জুন) বিকেলে টাঙ্গাইল আদালতে প্রেরণ করে ভূঞাপুর থানা পুলিশ।

এমএসএম / জামান

গোপালগঞ্জে নবযোগদানকৃত জেলা প্রশাসকের পরিদর্শন

হানিওয়েল কারখানা বন্ধ ঘোষণা,শ্রমিকদের বিক্ষোভ

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী