ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

চৌদ্দগ্রামের গুণবতীতে সবজি বিক্রেতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ৮-৬-২০২২ দুপুর ২:৪

কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবতীতে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় আতারুজ্জামান (৫০) নামে এক সবজি বিক্রেতার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে উপজেলার গুণবতী ইউনিয়নের ময়ূরপুর মধ্যমপাড়া বড় বাড়িতে। পুলিশের দাবি, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে পরিবারের দাবি, তাকে রাতে মোবাইল ফোনে কল করে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের সাথে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, ময়ূরপুর গ্রামের মৃত নজির আহমেদের ছেলে আতারুজ্জামান আতর স্থানীয় গুণবতী বাজারের সবজি ব্যবসায়ী। প্রতিদিনের ন্যায় সোমবার রাতে তিনি বাজার থেকে বাড়িতে ফিরে আসেন এবং রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। এ সময় তার মুঠোফোনে কল এলে বাইরে কাজ আছে বলে ঘর থেকে বের হয়ে যান। পরে বাড়ির পাশের চা দোকানে চা খেয়ে বাড়ির দিকে ফিরে আসেন বলে জানা যায়। কিন্তু আসলে তিনি আর বাড়ি ফেরেননি। দীর্ঘক্ষণ বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে একটি আম গাছে তার ঝুলন্ত মৃদদেহ দেখতে পান। পরদিন সকালে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার শেষে থানায় নিয়ে যায়। পরে লাশের ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হলে বাদ আসর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহতের একমাত্র ছেলে কাউছার বলেন, ‘রতিদিনের ন্যায় বাজার থেকে আমার বাবা বাড়িতে ফিরে আসেন। এশার নামাজের সময় বাবাসহ স্থানীয় মসজিদে নামাজ আদায় শেষে বাড়িতে গিয়ে একসাথে রাতের খাবার শেষ করি। পরে উনার মোবাইলে কল এলে কাজ আছে বলে তিনি বাড়ির বাইরে যান। এরপর দীর্ঘক্ষণ ধরে বাসায় না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি। পরে রাত ২টার পর বাড়ির দক্ষিণ পাশের একটি নির্জন স্থানে আম গাছের সাথে আমার বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।

কাউছার অভিযোগ করে আরো বলেন, আমার বাবাকে অজ্ঞাতনামা ব্যক্তিরা পরিকল্পিতভাবে হত্যা শেষে লাশ গাছের সাথে ঝুলিয়ে রাখে। আমার বাবা নামাজী মানুষ, তিনি আত্মহত্যা করতেই পারেন না। আমরা প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে দোষীদের বিচার দাবি করছি।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘বাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। এ বিষয়ে নিহতের ভাই নুরুজ্জামান থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে’।

এমএসএম / জামান

মিরসরাইয়ে দাড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত হেলপার

জেলা প্রশাসকের সভাপতিত্বে কুষ্টিয়ায় মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

রায়পুরে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদে ধীরগতি

জমির জন্য বৃদ্ধ দম্পতিকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

শ্রীপুর পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

আগামী নির্বাচনে তারেক রহমানকে সংসদীয় ৫ আসনে উপহার দিতে মীর হেলাল উদ্দিনের বিকল্প নাই -গিয়াস উদ্দীন

১৪৫ কোটি টাকার ফেরিঘাটে নেই ফেরি, সরকারের নতুন চিন্তা

জলবায়ু পরিবর্তনের ছোবল: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সন্দ্বীপে কর্মশালা

টুঙ্গিপাড়ায় মধুমতি সংযোগ খাল কচুরিপানায় বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী