চন্দনাইশে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
চট্টগ্রামের চন্দনাইশে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খলোদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুন) সকালে পৌর যুবদলের আহ্বায়ক মো. আজম খানের সভাপতিত্বে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. রবিউল হোসেন ছোটনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক এবং পৌর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. ইখতিয়ার হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. মোরশেদুল আলম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. শহীদুর রহমান খান, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. অলি হোসেন মুন্সি, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক আবদুল মজিদ শাহ, আবুবকর, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আবু ছালেক, মো. হাবিবুর রহমান, পলিটেকনিক ছাত্রদলের সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. সেলিম উদ্দীন, পৌর যুবদলের সাবেক সদস্য সচিব আবদুল মান্নান, যুগ্ম-আহ্বায়ক কামরুল ইসলাম, জিল্লুর রহমান খোকন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মুরাদ, দোহাজারী পৌর শ্রমিক দলের সভাপতি আবদুস সাত্তার সানি, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. রাজীব উদ্দিন চৌধুরী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. রাশেদ, যুগ্ম-আহ্বায়ক মো. রাসেল, মুনতাসীর মাহামুদ চৌধুরী, সিনিয়র সদস্য জাভেদ চৌধুরী রহিম, যুবদল নেতা সোহেল, মানিক, ওয়াসিম, ছাত্রদল নেতা রাসেল, আশিক, মুন্না প্রমুখ।
আলোচনা শেষে বেগম খলোদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এমএসএম / জামান