ডুমুরিয়ায় ১২ দিনেই শেষ ৪০ দিনের কর্মসূচি!

খুলনার ডুমুরিয়ায় এবার ১২ দিনেই শেষ হলো ৪০ দিনের কর্মসূচি। আর যে কারণে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ২ কোটি ৭৪ লাখ ৮৮ হাজার টাকার মধ্যে সিংহভাগ অর্থাৎ ১ কোটি ৯২ লাখ ৪১ হাজার ৪০০ টাকা ফেরত দিতে হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রাম উন্নয়ন আর অভাবগ্রস্ত হয়ে পড়ছে হতদরিদ্ররা।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তর থেকে সময়মতো নির্দেশনা না আসা এবং উপজেলার অধিকাংশ ইউনিয়ন থেকে প্রকল্পের নাম দিতে মাত্রাতিরিক্ত দেরি করায় কাজ শুরু করতে বিলম্ব হয়েছে বলে দাবি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের। তবে ইউপি চেয়ারম্যান ও মেম্বররা কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করছেন। আর এসব কারণেই এবারই গরিবের সব চেয়ে বেশি টাকা ফেরত যাচ্ছে। সরেজমিন গিয়ে এবং একাধিক দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতার কার্যালয় সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে গত ৫ মে ইজিপিপি অর্থাৎ ৪০ দিনের কর্মসূচীর দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করার চিঠি দেয়া হয়। ওই দিনই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর থেকে ১০ মে’র মধ্যে প্রকল্প গ্রহন করে তালিকা প্রেরনের জন্য উপজেলার ১৪ টি ইউনিয়নের চেয়ারম্যানকে চিঠি দেয়া হয় বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান। উপজেলা কমিটির সভায় ৬৪ টি প্রকল্প অনুমোদন করে কাজ শুরু করার প্রস্তাব পাঠানো হয় জেলায় ১৭ মে। সে অনুযায়ী ২৪ মে থেকে কাজ শুরু করা হয়।
এদিকে অধিদপ্তর থেকে চিঠি দেয়া হয় ৮ জুনের মধ্যে ৪০ দিনের কর্মসূচীর কাজ শেষ করতে হবে। ২৪ মে থেকে ৮ জুন ( বৃহস্পতি ও শুক্রবার বাদে) মাত্র ১২ দিন কাজ হচ্ছে। এতে হত দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ২ কোটি ৭৪ লাখ ৮৮ হাজার টাকার মধ্যে মাত্র ৮২ লাখ ৪৬ হাজার ৪’শ টাকা পাচ্ছে শ্রমিকরা। আর ফেরত যাচ্ছে ১ কোটি ৯২ লাখ ৪১ হাজার ৬’শ টাকা।
তবে একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের সকল অফিসার ৪০ দিনের কর্মসূচীর কাজে আগে থেকেই বেশ অনীহা দেখায়। তারা কাবিখা-টিআর আর ব্রিজ নির্মানের কাজে বেশি তদারকি করেন। এছাড়া আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মানে সর্বদা ব্যস্ত থাকেন। যে কারণে গরিবের এ প্রকল্প বাস্তবায়নে তাদের তেমন কোন আগ্রহ নেই।
তবে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন বলেন, ইউনিয়ন থেকে রেজুলেশনসহ প্রকল্পের নামের তালিকা কোন বারই সময়মত পাওয়া যায়না। যে কারণে কাজ শুরু করতে বিলম্ব হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেন অধিকাংশ চেয়ারম্যান। বেশ কয়েকজন চেয়ারম্যান বলেন, দুর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তর শুধু না যে কোন দপ্তর থেকে সময় মত কাজ করার তাগিদ দেয়া হয় না।
মাত্র ১২ দিন কাজ হয়েছে কিন্তু চেয়ারম্যানদের ১৫ দিনের বিল করার কথা বলা হয়েছে এমন প্রশ্নের জবাবে এ কাজের তদারকিতে নিয়োজিত সহকারি প্রকৌশলী মোঃ রাসেল আহম্মেদ বলেন, ৩ দিন বেশি কাজ করে দেয়ার কথা বলা হয়েছে।
সরেজমিন যেয়ে দেখা গেছে ১২৬ টি ওয়ার্ডের সিংহভাগ জায়গায় বাড়তি ৩ দিনের কাজ হয়নি। মোক্তার হোসেন নামে এক ইউপি সদস্য বলেন, মেইল পাওয়ার সাথে সাথে কাজ শুরু করা হয়। কর্তৃপক্ষের গাফিলতির কারণে কোনোবারই ৪০ দিন কাজ করা সম্ভব হয় না বলে তিনি দাবি করেন। তবে এবার মাত্র ১২ দিন কাজ হওয়ায় শ্রমিকসহ সকলেই হতাশ বলে তিনি জানান।
সহকারী প্রকৌশলী রাসেল আহম্মেদ বলেন, তাদের কোনো গাফিলতি নেই। বরং ইউপি চেয়ারম্যানরা দেরি করে প্রকল্প দেয়ায় সময়মতো কাজ করা সম্ভব হয় না। তিনি উদাহরণ হিসেবে ১৩ নম্বর গুটুদিয়া ইউনিয়ন থেকে তালিকা পাঠানোর চিঠিটি এ প্রতিবেদককে দেখান। সেখানে দেখা যায়, তালিকা পাঠানো হয়েছে ১৭ মে।
গুটুদিয়া চেয়ারম্যানের কাছে এসব তথ্য জানার জন্য তার ০১৭১৩৪২৫৫৮২ নম্বর মোবাইলে পাঁচবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
চলতি বছর ডুমুরিয়ার ১৪টি ইউনিয়নে ১৭১৮ জন শ্রমিক দিয়ে ৪০ দিনের কাজ শুরু হয়। বরাদ্দ ২ কোটি ৭৪ লাখ ৮৮ হাজার টাকা। কাজ হয়নি ২৮ দিন। টাকা ফেরত যাওয়ার কথা ১ কোটি ৯২ লাখ ৪১ হাজার ৬০০।
উল্লেখ্য, গত বছর ৫ দিন কাজ কম হওয়ায় ২৬ লাখ টাকা ফেরত যায়।
এমএসএম / জামান

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর ফ্যাসিবাদ জন্ম হবে না: শওকত হোসেন সরকার

পাটগ্রামে বিশ্ব দৃষ্টি দিবস পালন

টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের আয়োজনে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিরাপদ পানি, স্যানিটেশন, হাইজিন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় সাংবাদিক রফিকুল ইসলাম কালভীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বাউফলে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে বাজারের ইজারা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সন্ত্রাসী হামলায় ৫ পুলিশসহ আহত ৬, গ্রেপ্তার ৩

নওগাঁয় মামলা তদন্তে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

টিএইচই র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

আনোয়ারায় মোবাইল কোর্ট অভিযান,তিন মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকা দান ক্যাম্পেইন ও সাংবাদিক ওরিয়েন্টেশন

রাজশাহী সড়ক-জনপথে কর্মচারীদের জনসংযোগ
