ঢাকা বৃহষ্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

শাহজাদপুরে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৯-১০-২০২৫ দুপুর ৩:৫৯

সিরাজগঞ্জ শাহজাদপুরে “আপনার চোখেকে ভালোবাসুন” এবং “চোখের দৃষ্টি, সবার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে শাহজাদপুর চক্ষু হাসপাতাল ও সিএসএফ গ্লোবাল এর উদ্যোগে শাহজাদপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দৃষ্টি সচেতনতা বিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিন সকালে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করেন সিএসএফ গ্লোবাল টিম। তারপর এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যেখানে বিভিন্ন প্রতিবন্ধি শিশু-কিশোর ও বিশেষায়িত স্কুল 'শিশু স্বর্গ এর শিক্ষার্থীরা অংশ নেয়। যা অনুষ্ঠানে এক উজ্জ্বল ও অনুপ্রেরণামূলক পরিবেশ সৃষ্টি করে। এরপর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে সচেতনতামূলক র‍্যালি ও শোভাযাত্রা শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
প্রফেসর মতিন আই কেয়ার সিস্টেম এর সাধারণ সম্পাদক মো. আল-মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সিএসএফ গ্লোবাল এবং চেয়ারম্যান প্রফেসর মতিন আই কেয়ার সিস্টেমের প্রফেসর ড. এম.এ মুহিত।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এম.এ মুহিত বলেন, বাংলাদেশে এখনো লাখো মানুষ প্রতিরোধযোগ্য দৃষ্টিহীনতায় ভুগছেন। প্রাথমিক পর্যায়ে চোখের যত্ন ও সময়মতো যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয় বরং এটি একটি মৌলিক অধিকার। সিএসএফ গ্লোবাল ও মতিন আই কেয়ার সিস্টেম যৌথভাবে প্রায় ২৫ বছর কাজ করছে যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষও চোখের চিকিৎসা পেতে পারে। 
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাসুদ রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মকবুল হোসেন, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলীসহ সিরাজগঞ্জের বিভিন্ন চিকিৎসক, প্রশাসনিক কর্মকর্তা, সমাজসেবী, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ।
এদিকে প্রত্যেকে চোখের স্বাস্থ্য রক্ষায় সচেতনতা বৃদ্ধির গুরুত্বের ওপর জোর দেন এবং গ্রামীণ জনগণের জন্য চোখের চিকিৎসা সহজলভ্য করার আহবান জানান বিশেষ অতিথিগণ।  

Aminur / Aminur

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর ফ্যাসিবাদ জন্ম হবে না: শওকত হোসেন সরকার

পাটগ্রামে বিশ্ব দৃষ্টি দিবস পালন

টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের আয়োজনে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিরাপদ পানি, স্যানিটেশন, হাইজিন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় সাংবাদিক রফিকুল ইসলাম কালভীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বাউফলে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে বাজারের ইজারা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সন্ত্রাসী হামলায় ৫ পুলিশসহ আহত ৬, গ্রেপ্তার ৩

নওগাঁয় মামলা তদন্তে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

টিএইচই র‌্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

‎আনোয়ারায় মোবাইল কোর্ট অভিযান,তিন মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকা দান ক্যাম্পেইন ও সাংবাদিক ওরিয়েন্টেশন

রাজশাহী সড়ক-জনপথে কর্মচারীদের জনসংযোগ

শাহজাদপুরে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন