শাহজাদপুরে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন
সিরাজগঞ্জ শাহজাদপুরে “আপনার চোখেকে ভালোবাসুন” এবং “চোখের দৃষ্টি, সবার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে শাহজাদপুর চক্ষু হাসপাতাল ও সিএসএফ গ্লোবাল এর উদ্যোগে শাহজাদপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দৃষ্টি সচেতনতা বিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিন সকালে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করেন সিএসএফ গ্লোবাল টিম। তারপর এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যেখানে বিভিন্ন প্রতিবন্ধি শিশু-কিশোর ও বিশেষায়িত স্কুল 'শিশু স্বর্গ এর শিক্ষার্থীরা অংশ নেয়। যা অনুষ্ঠানে এক উজ্জ্বল ও অনুপ্রেরণামূলক পরিবেশ সৃষ্টি করে। এরপর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে সচেতনতামূলক র্যালি ও শোভাযাত্রা শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
প্রফেসর মতিন আই কেয়ার সিস্টেম এর সাধারণ সম্পাদক মো. আল-মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সিএসএফ গ্লোবাল এবং চেয়ারম্যান প্রফেসর মতিন আই কেয়ার সিস্টেমের প্রফেসর ড. এম.এ মুহিত।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এম.এ মুহিত বলেন, বাংলাদেশে এখনো লাখো মানুষ প্রতিরোধযোগ্য দৃষ্টিহীনতায় ভুগছেন। প্রাথমিক পর্যায়ে চোখের যত্ন ও সময়মতো যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয় বরং এটি একটি মৌলিক অধিকার। সিএসএফ গ্লোবাল ও মতিন আই কেয়ার সিস্টেম যৌথভাবে প্রায় ২৫ বছর কাজ করছে যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষও চোখের চিকিৎসা পেতে পারে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাসুদ রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মকবুল হোসেন, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলীসহ সিরাজগঞ্জের বিভিন্ন চিকিৎসক, প্রশাসনিক কর্মকর্তা, সমাজসেবী, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ।
এদিকে প্রত্যেকে চোখের স্বাস্থ্য রক্ষায় সচেতনতা বৃদ্ধির গুরুত্বের ওপর জোর দেন এবং গ্রামীণ জনগণের জন্য চোখের চিকিৎসা সহজলভ্য করার আহবান জানান বিশেষ অতিথিগণ।
Aminur / Aminur
পায়গ্রাম কসবায় প্রভাতী সমাজ উন্নয়ন যুব সংঘের দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বাঁশখালীতে নির্বিচারে কাটছে চরের মাটি, ঝুঁকিতে বেরিবাঁধ
শান্তিগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত
কম দামের ফাঁদে কৃষক, রায়গঞ্জে ভেজাল সার-কীটনাশকে ফলন বিপর্যয়ের শঙ্কা
বাঙ্গালহালিয়া বাজারে বহু বছর ধরে জরাজীর্ণ ঝুঁকিতে গুরুত্বপূর্ণ একমাত্র যাত্রী ছাউনি
কুমিল্লায় নিহত র্যাব সদস্যের গার্ড অব অনার দিয়ে দাফন সম্পন্ন
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ ও সমাবেশ
গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডে স্বর্ণ ও রৌপ্য পদক পেলেন জুড়ীর ওয়ারিশা রাহমান
আওয়ামিলীগের সাথে কোন আপোষ নয় - মনিরুল হক চৌধুরী
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপির গফুর ভূঁইয়ার রিট
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক
সাভারে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হ্যাঁ ভোটের প্রচারণা