ঢাকা মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

আত্রাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে অল্পের জন্য শত শত যাত্রী প্রাণে রক্ষা


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ২০-১-২০২৬ দুপুর ৪:১৪

নওগাঁর আত্রাইয়ে রেলক্রসিং পারাপারের সময় চলন্ত ট্রেনের সাথে একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) ভোর ৫টার দিকে আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্ম সংলগ্ন উত্তর রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ট্রেনের শত শত যাত্রী।
​ঘটনার বিবরণ প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী আন্তঃনগর 'লালমনি এক্সপ্রেস' আত্রাই রেলওয়ে প্ল্যাটফর্ম অতিক্রম করছিল। ওই সময় রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান একদিকের ব্যারিয়ার নামিয়ে অন্যদিকের ব্যারিয়ার নামাতে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে একটি ট্রাক রেললাইনে ঢুকে পড়লে ট্রেনের ইঞ্জিনের সাথে ট্রাকের পেছনের অংশের সজোরে ধাক্কা লাগে।
​ট্রেন চলাচল বিঘ্নিত সংঘর্ষের ফলে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে আত্রাই পুরাতন স্টেশনে প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকে লালমনি এক্সপ্রেস। পরবর্তীতে সান্তাহার থেকে বিকল্প ইঞ্জিন আনা হলে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়।  স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান এই রেলক্রসিংকে 'মরণফাঁদ' হিসেবে উল্লেখ করে বলেন, এর আগেও এখানে একাধিক দুর্ঘটনা ঘটেছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান অবস্থান থেকে অন্তত ১০০ মিটার উত্তরে গেটটি স্থানান্তর করা জরুরি। ​সান্তাহার রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পিডব্লিউডি) শ্যামল কুমার দত্ত বলেন, প্ল্যাটফর্ম ঘেঁষে রেলক্রসিং নির্মাণ করা কারিগরিভাবে সঠিক হয়নি। স্থানটি বর্তমানে অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ​আত্রাই রেলওয়ে স্টেশন মাস্টার ওহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিকল্প ব্যবস্থার মাধ্যমে ট্রেনটি সচল করা হয়েছে। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Aminur / Aminur

আত্রাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে অল্পের জন্য শত শত যাত্রী প্রাণে রক্ষা

আমার উপজেলা আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত

রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

নেত্রকোনার মদনে লাহুত হত্যা মামলার আট মাসেও মিলেনি চার্জশীট

দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের লাবিবা

তানোরে ভাতের সাথে বিষ মিশিয়ে নির্বিচারে হাঁস মুরগী মেরে ফেলার অভিযোগ

বাংলাদেশ একটা আধুনিক রাষ্ট্র হতে হবে, সুপ্রদীপ চাকমা

ভূরুঙ্গামারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ইমাম সম্মেলন

জয়পুরহাটে এতিম, অসহায় ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বোদায় সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি স্থাপনা দখলের অভিযোগ

ক্রান্তিলগ্নে পরিত্রাণকারী হিসেবে রাজনীতিতে জিয়ার আবির্ভাব: দীপ্তি-শাহেদ

পাঁচবিবিতে বিএনপির আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন