কাশিয়ানীতে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
২০১৩ সালে ইজিবাইকচালক জাহিদুল ইসলাম বাবু (১৯) নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. হাসান শেখকে (৪০) গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ। শুক্রবার (১৭ জুন) বিকেলে উপজেলার সন্ধ্যা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. হাসান শেখ কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর গ্রামের মো. খলিল শেখের ছেলে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ রায়হান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি হাসান শেখকে কাশিয়ানীর সন্ধ্যা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। আটক আসামিকে ওই দিনই আদালতে প্রেরণ করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম গোলাবাড়িয়া এলাকার ইজিবাইক চালক জাহিদুল ইসলাম বাবুর সাথে একই গ্রামের খালিদের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এর জের ধরে ২০১৩ সালের ২৫ সেপ্টেম্বর পূর্বপরিকল্পিতভাবে খালিদ মোবাইল ফোনে দাওয়াত খাওয়ার কথা বলে সদর উপজেলার কাঁচাবাজার এলাকা থেকে ইজিবাইকচালক বাবুকে একদল লোক ভাড়া করে নিয়ে যায়। কাশিয়ানীর ফুকরা ভুলবাড়িয়া ব্রিজের কাছে ফাঁকা জায়গায় নিয়ে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে ইট বেঁধে পানিতে ফেলে দেয়। পরে ওই বছরের ২ অক্টোবর পুলিশ তার লাশ উদ্ধার করে।
ওই ঘটনায় নিহত জাহিদুলের পিতা সদর উপজেলার গোলাবাড়িয়া গ্রামের মো. নজরুল ইসলাম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় দুজনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে চার্জশিটে আরো তিনজনের নাম অন্তর্ভুক্ত করে মোট পাঁচজনকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০২১ সালের ২৫ নভেম্বর গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ মো. আব্বাস উদ্দীন ওই হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ডের রায় দেন। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন।
মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের খালিদ ফকির, রাজ্জাক মোল্লা, মো. বিপুল ফকির, কাশিয়ানী উপজেলার ব্যাসপুর গ্রামের মো. হাসান শেখ এবং নড়াইলের লোহাগাড়া উপজেলার চাচই গ্রামের মো. ফসিয়ার মোল্লা।
এমএসএম / জামান
নড়াইল-২ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেন লায়ন মো. নুর ইসলাম
চুয়াডাঙ্গার দুই সংসদীয় আসনে ১১ প্রার্থী’র মনোনয়নপত্র জমা
কুমিল্লায় হেভিওয়েট প্রার্থীসহ ১১টি আসনে১১৪ টি মনোনয়নপত্র দাখিল
ক্ষুধার সঙ্গে লড়াই, সন্তানের ভবিষ্যৎ বাঁচাতে মায়ের কাঁধে লাঙ্গল
ঘরে ঘরে ভোটারদের কাছে ভোট চাইতে নেতাকর্মীদের নির্দেশ : মঞ্জুরুল করিম রনি
পঞ্চগড় ২ টি আসনে লড়বেন ১৯ প্রার্থী
গাজীপুর-৫ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল করিম রনি
বারহাট্টায় মনোনয়নপত্র জমা দিলেন নেত্রকোনা-২ আসনের বিএনপির প্রার্থী ডাঃ আনোয়ারুল হক
রংপুর-০২ আসনে এটিএম আজহারুল ইসলামের মনোনয়নপত্র দাখিল
রৌমারীতে এই শীতে চরের মানুষের মাঝে কম্বল বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের ইসলামী প্রার্থী ড. মিজানুর রহমানের মনোনয়নপত্র দাখিল
মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করলেন শেখ মোঃ আব্দুল্লাহ
Link Copied