পত্নীতলায় কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন
নওগাঁর পত্নীতলায় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিন ব্যপি কৃষি প্রযুক্তি মেলা -২০২২ এর শুভ উদ্ধোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার ১৮ জুন সকাল ১১টা নাগাদ এ মেলার উদ্ধোধন করেন আইন বিচার সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ শহীদুজ্জামান সরকার। পত্নীতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার প্রকাশ চন্দ্র সরকার।এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফফার,নজিপুর পৌরসভা মেয়র রেজাউল কবির চৌধুরি, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ (রাহাদ), মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা জিন্নাহ্ ঝর্না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শোয়াইব খান প্রমুখ।
এমএসএম / এমএসএম