ঢাকা রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

টাঙ্গাইলে বৃষ্টির মধ্যেই রাস্তায় রডবিহীন আরসিসি ঢালাইয়ের কাজ : ব্যাপক অনিয়ম


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৮-৬-২০২২ বিকাল ৫:০
টাঙ্গাইলের ঘাটাইল-মধুপুর উপজেলার সীমানায় অবস্থিত আনারস-কাঁঠালের জন্য বিখ্যাত গারোবাজার। এই গারোবাজার টু ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার কেশরগঞ্জ সড়কটিতে নিম্নমানের ইট-সুড়কিসহ রড ছাড়াই আরসিসি ঢালাইয়ের কাজ করার অভিযোগ উঠেছে। এমনকি বৃষ্টির মাঝেই কাদা মাখা মাটি দিয়ে করা হচ্ছে আরসিসি ঢালাইয়ের কাজ। গতকাল থেকেই দেশের প্রায় সকল জেলাতেই সকাল থেকেই বৃষ্টি। স্থানীয় গারোবাজার এলাকায়ও সকাল থেকেই ভারি বৃষ্টি হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের নিম্নমানের কাজ বৃষ্টিতে শেষ করার পর দোষ দেয়া হবে বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে, এমনটাই বলছেন স্থানীয়রা।
 
সরেজমিন দেখা যায়, আরসিসি ঢালাইয়ে রড দেওয়ার কথা থাকলেও কোনো ধরনের রড ছাড়াই দেওয়া হচ্ছে ঢালাই। ব্যবহার করা হচ্ছে কম সিমেন্ট যা বৃষ্টির পানিতে ধুয়ে যাচ্ছে। তাই রাস্তার কাজে নিযুক্ত শ্রমিকরা কাদা মাখা মাটি দিয়ে প্রলেপ দিয়ে কাজ শেষ করছে।
 
রাস্তার পাশে থাকা দোকান মালিকরা বলেন, কয়েকদিন আগেও কাঠফাটা রোদেও বন্ধ ছিল কাজ। গারোবাজার হতে কেশরগঞ্জের এ রাস্তাটি কাঁচামাল পরিবহন ও মুমূর্ষ রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গারোবাজার আনারস ও কাঁঠালসহ কৃষি ফসলের জন্য সারাদেশেই পরিচিত। এ গুরুত্বপূর্ণ সড়কে ঠিকাদারের গাফিলতি ও নিম্নমানের ইট-সুড়কি দিয়ে কাজ করায় ক্ষিপ্ত সাধারণ জনগণ। তারা  অভিযোগ করেন, এ নিম্নমানের কাজের জন্য স্থানাীয় নেতাসহ ঠিকাদারি প্রতিষ্ঠান দায়ী।
 
ইতোমধ্যে সড়কটিতে নিম্নমানের ইট-সুড়কি এবং রড ছাড়া ঢালাইয়ের ভিডিও সোশ্যাল মিডিয়া ফেসবুকের একাধিক আইডি থেকে পোস্ট করেছে স্থানীয় ফেসবুক ব্যবহারকারীরা। এতবড় দুর্নীতি হচ্ছে তবুও দেখার কেউ নেই। এলাকার কিছু নামধারী নেতার ছত্রছায়ায় এ বৃষ্টির মাঝেও কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদার। আরসিসি ঢালাইয়ের নামে চলছে নাটক।
 
ঘাটাইল আসনের সংসদ সদস্য আলহাজ আতাউর রহমান খান এ আরসিসি ঢালাইয়ের উদ্বোধন করলেও পরবর্তী সময়ে কোনো খোঁজ নেননি। এমনকি লক্ষিন্দর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ একাব্বর আলী বা স্থানীয় কোনো জনপ্রতিনিধি তদারকি করেননি। তাই ঠিকাদারি প্রতিষ্ঠানটি নিম্নমানের কাজ করছে অনায়াসেই, এমনটাও জানান স্থানীয়রা।
 
এ বিষয়ে গারোবাজারের ও নতুন বাজারের কয়েকজন বলেন, কিছু অসাধু নেতার যোগসাজশে ঠিকাদারের সাথে সম্মিলিতভাবে এ দূর্নীতি করছে।
 
স্থানীয় মো. সফিক হোসেন জানান, পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা ঘটতে চলেছে গারোবাজারে। কারণ, এর আগে দেখেছি বিভিন্ন রাস্তায় বাঁশের ব্যবহার হয়েছে, কিন্তু এখানে কোনো ধরনের রড বা বাঁশ ছাড়া এই প্রবল বৃষ্টির মাঝেই ঢালাই কাজ করা হচ্ছে। কাদা মাটির প্রলেপ দিয়ে রাস্তা তৈরি করার ঘটনায় বিস্মিত তিনি।
 
এ বিষয়ে লক্ষিন্দর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ একাব্বর আলীকে মোবাইল ফোনে কল দিয়েও পাওয়া যায়নি। রাস্তায় কাজ করা শ্রমিকরা ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম বলতে রাজি হননি।
এ ঘটনায় বহু প্রতিক্ষিত ও দীর্ঘদিনের কষ্টের পর আশারবাণী পেলেও সেখানে দূর্নীতি আর নিম্নমানের কাজে অসন্তুষ্ট হয়ে গারোবাজারবাসী সড়ক কর্তৃপক্ষ এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর বরাবর লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানা গিয়েছে।

এমএসএম / জামান

চসিকের সিইওকে সরাতে মেয়রের ডিও লেটার

নড়াইলে গণঅধিকার পরিষদের নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. আবুল হাসনাতের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ

মুলাদীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কামালপাড়া যুব সংঘের আহ্বায়ক কমিটি গঠন

‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর জরুরি’: কানাডা বিএনপি নেতা হুমায়ুন পাটোয়ারী

পটুয়াখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩৫ লক্ষাধিক টাকার মাদক ও জাল নোট জব্দ

কেরানীগঞ্জে চাষের মাগুরকে খাওয়ানো হচ্ছে মরা মুরগি, তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

যথা সময়ে নির্বাচন, সহিংসতা প্রতিরোধে জনগণকেও ভূমিকা রাখতে হবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলা, ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

চৌগাছায় পনিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মৃত্যু