ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

নিরাপদ আশ্রয়ের খোঁজে নদীভাঙনের শিকার পরিবারগুলো


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২০-৬-২০২২ দুপুর ১১:৪৩

উজানের ঢল এবং বর্ষণে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল  প্লাবিত হয়েছে। পানি বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন এলাকায় ব্যাপক নদীভাঙন শুরু হয়েছে। ভাঙনে দিশাহারা লোকজন নিরাপদ আশ্রয়ের খোঁজে চলে যাচ্ছেন।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ির তিস্তামুখঘাট পয়েন্টে ১৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র নদের কোলঘেঁষা উপজেলার উড়িয়া, গজারিয়া, ফুলছড়ি, ফজলুপুর ও এরেন্ডাবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি বাড়ার সাথে পাল্লা দিয়ে শুরু হয়েছে নদীভাঙন। নতুন করে ভাঙনে ফুলছড়ি ইউনিয়নের পিপুলিয়া, বাগবাড়ী, দেলুয়াবাড়ী, উড়িয়া ইউনিয়নের বানিয়াপাড়া ও মধ্য উড়িয়া গ্রামের দুই শতাধিক পরিবার বসতভিটা হারিয়ে গৃহহীন হয়ে পড়েছে।

সরেজমিন উড়িয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধে দেখা যায়, নদীভাঙনের শিকার লোকজন যেটুকু সম্বল রক্ষা করতে পেরেছেন, তাই নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে নৌকায় করে বাঁধে আসছেন। আশ্রয়হীন এসব শিশু, বৃদ্ধ ও নারীদের কান্নায় হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় চারটি নৌকায় করে ওই গ্রামের ১৫টি পরিবার বাঁধে এসেছে। শেফালী বেগম (২৫), সাহিদা খাতুন (৪০), আব্দুস সাত্তার (৫০), সোলেমান মিয়া (৩৫) ও আব্দুল মালেক (৩৫) সহ অনেকে বলেন, এভাবে নদীভাঙন কোনোদিন দেখিনি। ছেলে-মেয়ে, গবাদিপশু আর কিছু আসবাবপত্র ছাড়া সব নদীতে চলে গেছে। এখানে আশ্রয় নিয়েছি কিন্তু ছেলে-মেয়েদের কী খাওয়াবো তার ব্যবস্থা নেই।  

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে বসবাসকারী আব্দুল ওয়াজেদ মিয়া বলেন, আমার বাড়ির আঙিনায় তিনটি পরিবারকে তাৎক্ষণিক আশ্রয় দিয়েছি। তাদের শুকনা খাবারের ব্যবস্থা করলে ভালো হতো।

ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হান্নান বলেন, গত তিন দিনে পিপুলিয়া, বাগবাড়ী ও দেলুয়াবাড়ী গ্রামের ১১৫টি পরিবার ভাঙনের শিকার হয়ে বাস্তুহারা হয়েছে। ভাঙনের শিকার লোকজনের কথা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, বন্যা ও নদীভাঙনের শিকার লোকজনের জন্য শুকনা খাবারের বরাদ্দ পাওয়া গেছে। ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের মাধ্যমে তালিকা চাওয়া হয়েছে। খুব দ্রুত ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে।

এমএসএম / জামান

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন