হাটহাজারীতে কাঠ জব্দ
চট্টগ্রামের হাটহাজারীতে র্যাব-৭-এর সহযোগিতায় পিকআপবোঝাই চেরাইকৃত গর্জন কাঠসহ জয়নাল আবেদীন (২৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় বন বিভাগ। আটককৃত জয়নাল আবেদী রাউজান উপজেলার ধলইনগর সমতা আলী মুন্সি বাড়ির মৃত কাঞ্চন মিয়ার ছেলে।
রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী জানান, সোমবার (২০ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী-রাউজান মহাসড়কের গহিরা চৌধুরী মার্কেটের পার্শ্ববর্তী স' মিলের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় গহিরা এলাকার মূল সড়ক থেকে র্যাব-৭, সিপিসি-২ হাটহাজারীর সহযোগিতায় পিকআপবোঝাই (চট্ট মেট্রো ন-১১-৮১৫০) আনুমানিক ১২০ ঘনফুট চেরাইকৃত গর্জন কাঠ জব্দ করা হয়।
তিনি আরো জানান, এ সময় একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে আাদালতে প্রেরণ করা হয়েছে এবং গাড়িসহ জব্দকৃত কাঠ বিট কাম চেক স্টেশন হাটহাজারীর হেফাজতে রাখা হয়েছে। জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য এক লাখ টাকা
এমএসএম / জামান