ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

রূপগঞ্জে পোল্ট্রি ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০-৬-২০২২ বিকাল ৫:২৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রফিকুল ইসলাম (৫৫) নামে এক পোল্ট্রি  ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এ হত্যাকাণ্ডে নিহতের পরিবারের মধ্যে ভিন্নমত পাওয়া যাচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। সোমবার (২০ জুন) ভোররাতে উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা কবরস্থানসংলগ্ন এলাকায় ঘটে এ হত্যাকাণ্ডের ঘটনা। নিহত রফিকুল ইসলাম উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকার মৃত আমানত খানের ছেলে।

নিহত পোল্ট্রি ব্যবসায়ী রফিকুল ইসলামের ছোট ভাই মফিজুর রহমান জানান, তার ভাই রফিকুল ইসলামের বাড়ি ঢাকার মাতুয়াইল দক্ষিণপাড়া এলাকায় ছিল। রফিকুল ইসলামের প্রথম স্ত্রী আলেয়া বেগমসহ ছেলে সবুজ মিয়া ও সাথী বেগমকে রেখে গত দুই বছর আগে রুপালী বেগম নামে ৫ সন্তানের মাকে বিয়ে করেন। বিয়ের পর মাতুয়াইল দক্ষিণপাড়া এলাকায় থাকা জমিজমা বিক্রি করে রূপগঞ্জের ভায়েলা কবরস্থান এলাকায় জমি ক্রয় করে টাকা-পয়সা নিয়ে এসে সেখানে ঘর ও পোল্ট্রি ফার্ম নির্মাণ করে বসবাস শুরু করেন। তিনিসহ পরিবারের লোকজন ও আত্মীয়স্বজনদের মাধ্যমে জানতে পারেন তার ভাই রফিকুল ইসলামকে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ হত্যাকা্েডর ব্যপারে দ্বিতীয় ভাবি রুপালী বেগমকে জিজ্ঞাসাবাদ করলে একেক সময় একেক রকম তথ্য দিচ্ছে। ধারনা করা হচ্ছে, রুপালী বেগমের সহায়তায় অজ্ঞাত স্বার্থে অজ্ঞাত আসামিরা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে হত্যার রহস্য গোপন করছে। 

পোল্ট্রি ব্যবসায়ী রফিকুল ইসলামের দ্বিতীয় স্ত্রী রুপালী বেগম জানান, ভায়েলা কবরস্থানসংলগ্ন এলাকার নির্জন জায়গায় তারা বসবাস করে আসছেন। এছাড়া এ বাড়িতে স্বামী রফিকুল ইসলামকে সাথে নিয়ে রুপালী বেগম একা বসবাস করে আসছেন। বাড়ির আশপাশে মাদক বিক্রেতা ও মাদক সেবনকারীদের আনাগোনা অনেক বেশি। বেশ কয়েকদিন ধরে মাদক সেবনকারীরা তাদের নানাভাবে হয়রানি করে আসছিল। সোমবার ভোর সাড়ে ৩টার দিকে ২-৩ জন অজ্ঞাত যুবক রফিকুল ইসলামের ঘরে প্রবেশ করে স্ত্রী রুপালী বেগমকে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে রুপালী বেগমের সামনেই রফিকুল ইসলামকে ছুরিকাঘাত ও কুপিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে রুপালী বেগম তার আত্মীয়র বাড়িতে খবর দিলে আত্মীয়রা রফিকুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় ভিন্নমত পাওয়া যাচ্ছে। এ ঘটনায় নিহত রফিকুল ইসলামের ছোট ভাই মফিজুর রহমান বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘানে পুলিশ কাজ করছে। দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। 

এমএসএম / জামান

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন

লন্ডনে তারেক রহমানের সাথে বিএনপি নেতাদের সাক্ষাৎ

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা

'মাছে ভাতে বাঙালি' প্রবাদটি বর্তমানে শুধুমাত্র বইপুস্তকেই সীমাবদ্ধ

তালায় বিএনপি'র ত্যাগী ও পরীক্ষিত এক যোদ্ধার নাম আব্দুর রকিব সরদার

অপরিকল্পিত সড়ক নির্মাণে জলাবদ্ধতায় শত একর জমি চাষের অনুপযোগী

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত