ঢাকা রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

রূপগঞ্জে পোল্ট্রি ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০-৬-২০২২ বিকাল ৫:২৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রফিকুল ইসলাম (৫৫) নামে এক পোল্ট্রি  ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এ হত্যাকাণ্ডে নিহতের পরিবারের মধ্যে ভিন্নমত পাওয়া যাচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। সোমবার (২০ জুন) ভোররাতে উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা কবরস্থানসংলগ্ন এলাকায় ঘটে এ হত্যাকাণ্ডের ঘটনা। নিহত রফিকুল ইসলাম উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকার মৃত আমানত খানের ছেলে।

নিহত পোল্ট্রি ব্যবসায়ী রফিকুল ইসলামের ছোট ভাই মফিজুর রহমান জানান, তার ভাই রফিকুল ইসলামের বাড়ি ঢাকার মাতুয়াইল দক্ষিণপাড়া এলাকায় ছিল। রফিকুল ইসলামের প্রথম স্ত্রী আলেয়া বেগমসহ ছেলে সবুজ মিয়া ও সাথী বেগমকে রেখে গত দুই বছর আগে রুপালী বেগম নামে ৫ সন্তানের মাকে বিয়ে করেন। বিয়ের পর মাতুয়াইল দক্ষিণপাড়া এলাকায় থাকা জমিজমা বিক্রি করে রূপগঞ্জের ভায়েলা কবরস্থান এলাকায় জমি ক্রয় করে টাকা-পয়সা নিয়ে এসে সেখানে ঘর ও পোল্ট্রি ফার্ম নির্মাণ করে বসবাস শুরু করেন। তিনিসহ পরিবারের লোকজন ও আত্মীয়স্বজনদের মাধ্যমে জানতে পারেন তার ভাই রফিকুল ইসলামকে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ হত্যাকা্েডর ব্যপারে দ্বিতীয় ভাবি রুপালী বেগমকে জিজ্ঞাসাবাদ করলে একেক সময় একেক রকম তথ্য দিচ্ছে। ধারনা করা হচ্ছে, রুপালী বেগমের সহায়তায় অজ্ঞাত স্বার্থে অজ্ঞাত আসামিরা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে হত্যার রহস্য গোপন করছে। 

পোল্ট্রি ব্যবসায়ী রফিকুল ইসলামের দ্বিতীয় স্ত্রী রুপালী বেগম জানান, ভায়েলা কবরস্থানসংলগ্ন এলাকার নির্জন জায়গায় তারা বসবাস করে আসছেন। এছাড়া এ বাড়িতে স্বামী রফিকুল ইসলামকে সাথে নিয়ে রুপালী বেগম একা বসবাস করে আসছেন। বাড়ির আশপাশে মাদক বিক্রেতা ও মাদক সেবনকারীদের আনাগোনা অনেক বেশি। বেশ কয়েকদিন ধরে মাদক সেবনকারীরা তাদের নানাভাবে হয়রানি করে আসছিল। সোমবার ভোর সাড়ে ৩টার দিকে ২-৩ জন অজ্ঞাত যুবক রফিকুল ইসলামের ঘরে প্রবেশ করে স্ত্রী রুপালী বেগমকে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে রুপালী বেগমের সামনেই রফিকুল ইসলামকে ছুরিকাঘাত ও কুপিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে রুপালী বেগম তার আত্মীয়র বাড়িতে খবর দিলে আত্মীয়রা রফিকুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় ভিন্নমত পাওয়া যাচ্ছে। এ ঘটনায় নিহত রফিকুল ইসলামের ছোট ভাই মফিজুর রহমান বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘানে পুলিশ কাজ করছে। দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। 

এমএসএম / জামান

মধুখালীতে আদালতের আদেশ অমান্য করে লাল পতাকা অপসারণ ও জোরপূর্বক জমি দখল

রায়গঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিকে মারধরের অভিযোগ

ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির বিক্ষোভ

পঞ্চগড়ে শিক্ষার্থীদের নিয়ে শিশুস্বর্গের শীত আনন্দ উৎসব

হাদিকে প্রকাশ্য গুলি করার রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ

ওসমান হাদির উপর গুলি চালানোর প্রতিবাদে বরগুনায় বিএনপির বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের আহ্বায়কের ওপর গুলি: সীমান্তে টহল ও চেকপোস্ট জোরদার

সিলেট ডিসি অফিসের কোটিপতি পিয়ন সোহেল

শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চাই : জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামান

কোম্পানীগঞ্জে উদয় এইড ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় ৪৫০ শিক্ষার্থীর হাতে বৃত্তি ও পুরস্কার

বারহাট্টার প্রকৃতিতে জেঁকে বসছে শীত, জমে উঠেছে শীতবস্ত্রের বেচাকেনা

টপ সয়েল কাটায় রায়পুর প্রশাসনের অভিযানে ছয় মাসের কারাদণ্ড

‎কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ল্যাবে ইভনিং শিফট চালু