ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের মানুষের জন্য আশীর্বাদ : এমপি বাবু


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ২০-৬-২০২২ রাত ৮:২৩
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের এমপি আক্তারুজ্জামান বাবু বলেছেন,পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের  মানুষের জীবনমানের পরিবর্তন ও অর্থনীতিতে অভাবনীয় পরিবর্তন আনবে।তাদের আধুনিক আকাঙ্ক্ষা পূরণ হবে। এ সেতু দক্ষিণাঞ্চলের জন্য আশীর্বাদ।প্রধানমন্ত্রী শেখ হাসিনা না থাকলে এটি কখনোই সম্ভব হতো না। 
 
২০  জুন (মঙ্গলবার) বিকেল ৪ টায় কয়রা উপজেলা আ’লীগের সভাপতি জি এম মোহসিন রেজার সভাপতিত্বে ও ( ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রির সঞ্চালনায় কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে  উপজেলা আ’লীগের উদ্যোগে ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সফলের লক্ষে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
 
তিনি আরও বলেন, জনকল্যাণমুখী সৎ ও দেশপ্রেমিক নেতা রাষ্ট্র পরিচালনা করলে কোনো ষড়যন্ত্রই যে জাতিকে পেছাতে পারে না, তার উজ্জ্বল দৃষ্টান্ত শেখ হাসিনা। নানা সময়ে নানা ষড়যন্ত্র শেখ হাসিনাকে দমাতে পারেনি। তিনি সব প্রতিবন্ধকতা ডিঙিয়ে সফলভাবে পদ্মা সেতু নির্মাণ করেছেন। একটি সেতু আত্মমর্যাদা, আত্মপরিচয়, যোগ্যতা সর্বোপরি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সাহসী প্রচেষ্টা ও প্রত্যয়ের ফসল। বছরের পর বছর কষ্টের পর প্রমত্তা পদ্মার বুক চিরে সেতু তৈরীর এই সুন্দর স্বপ্ন এখন বাস্তবায়ন হয়েছে।যা এ দক্ষিণাঞ্চলসহ সারা দেশের মানুষের আর্শিবাদ। সভায় প্রধান অতিথি উদ্বোধন অনুষ্টান সফল করার লক্ষে বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ দিয়ে সকল প্রকার সহযোগীতার আশ্বাস দেন। 
 
সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এ্যাডঃ কেরামত আলী, উপজেলা আ’লীগের সহ -সভাপতি মাষ্টার কফিল উদ্দীন, শাহাবুদ্দিন,খগেন্দ্রনাথ মন্ডল, যুগ্ম সম্পাদক জাফরুল ইসলাম পাড়, উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যার কমলেশ কুমার সানা, সাংগঠনিক সাম্পাদক এ্যাড:  মোশাররফ হোসেন, দপ্তর সম্পাদক সুজিত কুমার রায়,প্রচার সম্পাদক এসএম হারুন অর রশীদ,   কোষাধাক্য ইয়াকুব আলী, ধর্ম বিষয়ক সম্পাদক ফজর আলী,সংস্কৃতি সম্পাদক প্রভাষক শাহাবাজ আলী,ত্রাণ বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ,জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাব, যুবলীগ নেতা, শামীম সরকার, জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, এ্যাডঃ আরাফাত হোসেন, মহেশ্বরী পুর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারী, আমাদী ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম কোম্পানি. উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু,সহ-সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল,স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রকিব, আক্তারুল ইসলাম, জেড এম হুমায়ুন কবির নিউটনসহ ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা আ’লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এমএসএম / জামান

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী

চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু