‘চরের রাস্তা ডুবি গেছে, আমাদের স্কুলত পানি উঠেছে’
’চরের রাস্তা ডুবি গেছে, আমাদের স্কুলত পানি উঠেছে, আমরা ক্লাস করতে পারছি না, পড়াশুনার ক্ষতি হচ্ছে।’ এভাবে কথাগুলো বলল গাইবান্ধার ফুলছড়ির পিপুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী আকবর হোসেন। শুধু পিপুলিয়া স্কুল নয়, বন্যার কারণে এরকম ৬৪টি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা করেছে উপজেলা শিক্ষা অফিস।
টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্রতিদিনই ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে নদীতীরবর্তী এলাকা ছাড়াও বিস্তীর্ণ জনপদে পানি ছড়িয়ে পড়ছে। ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে মঙ্গলবার (২১ জুন) বিকেলে ফুলছড়ি পয়েন্টে বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তলিয়ে যাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েই চলেছে। এসব এলাকায় পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জিয়াডাঙ্গা সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাকাত আলী বলেন, চরাঞ্চলের রাস্তা-ঘাট বন্যার পানিতে ডুবে গেছে। বিদ্যালয়েও পানি উঠেছে। একমাত্র নৌকা অথবা কলাগাছের ভেলা ছাড়া যাতায়াতের কোনো উপায় নেই। সে কারণে বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। যে কয়দিন পাঠদান বন্ধ থাকবে, বিদ্যালয় খোলার সাথে সাথে বিশেষ ক্লাসের মাধ্যমে তা আমরা পুষিয়ে নেয়ার চেষ্টা করব।
এদিকে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি, ফজলুপুর, ফুলছড়ি, কঞ্চিপাড়া, উদাখালী, উড়িয়া ও গজারিয়া ইউনিয়নের প্রায় ৬ হাজার পরিবারের ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। শতাধিক ঘরবাড়িতে বন্যার পানি প্রবেশ করেছে। বসতবাড়ি, ফসলি জমি, নলকূপ বন্যার পানিতে তলিয়ে দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, খাবার ও গোখাদ্যের তীব্র সংকট। বন্যার্তরা সরকারি আশ্রয় কেন্দ্র ছাড়াও বিভিন্ন উঁচু বাঁধ, সেতু এবং সড়কে আশ্রয় নিয়েছে। বন্যাকবলিত এলাকার বেশিরভাগ জায়গায় স্থানীয় ও আঞ্চলিক সড়কে বন্যার পানি উঠে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বিদ্যালয়ের পাঠদান বন্ধের বিষয়ে ফুলছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম কারুজ্জামান বলেন, এ পর্যন্ত উপজেলায় ৬৪টি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষ ও আঙিনায় পানি উঠেছে। ফলে বিদ্যালয়ের পাঠদান সাময়িক বন্ধ রাখা হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার পর বিদ্যালয় খোলা হবে। তখন বিশেষ পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের ক্ষতিটা পুষিয়ে নেয়ার চেষ্টা করা হবে।
ফুলছড়ি উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ বলেন, উপজেলা পরিষদের পক্ষ থেকে বন্যাকবলিত এলাকার খোঁজখবর রাখা হচ্ছে। আমরা বন্যাকবলিতদের কাছে জরুরি সেবা ও ত্রাণ পৌঁছে দেয়ার কাজ চালিয়ে যাচ্ছি।
এমএসএম / জামান
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক
কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল
তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা
আত্রাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন
রাণীশংকৈলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত
পবিপ্রবিতে নিয়োগ-বিধি ও প্রমোশন দ্বন্দ্ব, বিএনপিপন্থী শিক্ষকদের বিজয় দিবস বর্জন
বড়লেখায় বিএনপির প্রকাশ্যে গ্রুপিং, কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া ঐক্যের পথ দেখছেন না নেতাকর্মীরা
মেহেরপুরে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ডেইরি খামারিদের মাঝে ঘাস ও খড় কাটার মেশিন বিতরণ
রাজশাহী-৬ আসনে এমপি পদপ্রার্থী আবু সাইদ চাঁদের মনোনয়ন ফরম উত্তোলন
তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী দগ্ধ, গবাদিপশুর প্রাণহানি