ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

কয়রায় যথাযথ মর্যাদায় আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকি পালন


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ২৩-৬-২০২২ রাত ১০:৬
খুলনার কয়রায় যথাযথ মর্যাদায় নানা  আয়োজনের মধ্যেদিয়ে পালিত হল  বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে কয়রা উপজেলা আওয়ামীলীগের  দলীয় কার্য্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও কেক কাটা হয়।
 
 এছাড়াও সকাল ১০টায় কয়রা উপজেলা আ'লীগ দলীয় কার্যলয় থেকে শত শত নেতা কর্মি নিয়ে এক বিশাল র‌্যালী বের হয়.র‌্যালীটি কয়রা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যলয়ে এসে শেষ হয়।
 
পরবর্তীতে দলীয় কার্যলয়ে আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জি এম মোহসিন রেজার সভাপতিত্বে (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রীর  সঞ্চালনায় আওয়ামীলীগ সভাপতি জি এম মোহসিন রেজা বক্তব্য কালে  বলেন- আন্দোলন, সংগ্রাম আর অর্জনের বীরত্ব গাঁথা গৌরবময় ইতিহাসের উজ্জ্বল ঠিকানা বাংলাদেশ আওয়ামীলীগ। জনসম্পৃক্ততা ও জনগণের মনের ভাষা উপলদ্ধিকরে ধারাবাহিকভাবে এগিয়ে যাওয়া মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী এই সংগঠনের প্রতিটি কর্মী বঙ্গবন্ধুর আর্দশে দেশ সেবার ব্রত নিয়ে কাজ করে যায়। আমরা সেই সংগঠনের কর্মী হতে পেরে গর্ব অনুভব করছি।আওয়ামী  লীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রি  বলেন,এ দেশের মাটি ও মানুষের প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ। এই সংগঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ প্রতিষ্ঠা পেয়েছে আর তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি আধুনিক উন্নত বাংলাদেশ তৈরীতে দূর্র্বার গতিতে অপ্রতিরোধ্যভাবে কাজ এগিয়ে চলছে। কয়রা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়নরে চেয়ারম্যান  এস এম বাহারুল ইসলাম তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অসাম্প্রদায়িক শোসন হীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষে যে বীজ রোপিত হয়ে ছিল আজ তার শুভ জন্মদিন পালিত হচ্ছে। সেই রাজনৈতিক বট বৃক্ষের নাম বাংলাদেশ আওয়ামীলীগ।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাখেন, আওয়ামীলীগের সহ- সভাপতি খগেন্দ্রনাথ মন্ডল,যুগ্ম সম্পাদক  জাফরুল ইসলাম পাড় ,উপজলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড: মোশারফ হোসেন, দপ্তর সম্পাদক সুজিত কুমার রায়, প্রচার সম্পাদক হারুন অর রশিদ, কোষাদোক্ষ বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী, সাংস্কৃতিক  সম্পাদক প্রভাষক শাহাবাজ আলী, আওয়ামীলীগ নেতা দেবদাস মন্ডল, খায়রুল আলম, জিয়াদ আলী, আঃ সাত্তার সানা, নির্মল কুমার দাস, সমরেস মন্ডল, ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারী, যুবলীগ নেতা জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু,সাবেক ছাত্রলীগ আহবায়ক ইমদাদুল হক টিটু, এ্যাডঃ আরাফাত হোসেন, মহিলা আওয়ামীলীগ নেতা নিলীমা চক্রবর্তী, যুব মহিলা লীগের সভাপতি সুমাইয়া সুলতানা লতা, সাধারণ সম্পাদক সুলতানা মিলি, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সহ-সভাপতি তরিকুল ইসলাম,সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল,স্বেচ্ছাসেবক লীগনেতা আক্তারুল ইসলাম, জেড এম হুমায়ুন কবির নিউটন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন -কালের ধারাবাহিকতায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধুর দুরদর্শী এবং অকুতো ভয় নেতৃত্বে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্যেদিয়ে পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিয়েছিল যে দেশটি তার নাম বাংলাদেশ। ৪৭’এ দেশ বিভাগের পর বাংলার মানুষের মোহ ভঙ্গহতে এক বছরও সময় লাগেনি। ১৯৪৮ সনে পাকিস্থানী শোসক শাসক শ্রেনীর ধর্মের নামে সৃষ্ঠ পাকিস্থান নামক রাষ্ট্রের যে কথা বলেছিল বাঙ্গালীকে-তাকে ভেঙ্গে চুরমার করেদেয় রাষ্ট্র ভাষা বাংলা দাবিকে অস্বীকার করার মধ্যেদিয়ে। ঠিক তখনই বঙ্গবন্ধু, মওলানা ভাষানী, শামসুল হক প্রমূখ নেতৃত্বে পূর্ব পাকিস্থানে মুসলিম আওয়ামীলীগ প্রতিষ্ঠা হলেও দুরদর্শী নেতৃবৃন্দ মুসলিম শব্দটি বাদ দিয়ে অসাম্প্রদায়িক সংগঠন আওয়ামীলীগের প্রতিষ্ঠা করে। 
 
সেই আওয়ামীলীগের নেতৃত্বে বিশ্বের  মাঝে মাথা উচু করে দাড়াতে সক্ষম হয়েছে বাংলাদেশ। তাই সাবক্ষনিক ভাবে জনগনকে আওয়ামীলীগের পাশে থাকার আহবান জানান বক্তারা।আলোচনা সভা শেষে দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে  বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় কয়রা উপজেলা ,ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগ ,ছাত্রলীগ ও  অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

এমএসএম / এমএসএম

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী

চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু