হাটহাজারী উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুন) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাশেদুল আলম।
সভায় গুরুত্বপূর্ণ বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. শাহিদুল আলম। সভায় উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম মুক্তা, সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, থানার ওসি মুহাম্মদ রফিকুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, উপজেলা সমাজসেবা অফিসার মুজাহিদল ইসলাম, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাকিলা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদা আলম, উপজেলা সমবায় কর্মকর্তা বিজয় কৃষ্ণ নাথসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ইউপি চেয়ারম্যানগণ। এছাড়াও জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় হাটহাজারী উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এমএসএম / জামান