বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের ত্রাণ বিতরণ অব্যাহত
মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত স্বাধীনতা স্বপক্ষের উলামা মাশায়েখদের নিয়ে গঠিত, বাংলাদেশ জাতীয় সুন্নী উলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকীর পক্ষ থেকে সিলেটের জালালাবাদ থানাধিন পুরান কালারুকা দারুস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এলাকার বন্যার্ত দরিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
বাংলাদেশ জাতীয় সুন্নী উলামা মাশায়েখ পরিষদের প্রধান উপদেষ্টা ও জাপান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জসীম উদ্দিন প্রধানের সহযোগিতায় ২৮ জুন মঙ্গলবাব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী|
সংগঠনের সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুন নূর এর সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- দি ক্রাউন ভেনসার্স লিমিটেড ইউকের ম্যানেজিং ডাইরেক্টার ও সিলেট নগরীর কাজলশাহস্থ সিটি কমপ্লেক্সের চেয়ারম্যান, বিশ্বনাথস্থ দেমাসাধ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও মিসবাহুল উলূম দাখিল মাদ্রাসা খাইরঘাটের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ্ব শামসু মিয়া লয়লুছ। উপস্থিত ছিলেন পুরান কালারুকা দারুস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মো. আলাউদ্দিন খান জালালাবাদ থানার শিবেরবাজার পুলিশ ফাড়ির মো. মোরশেদ প্রমুখ।
অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্রদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণে করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার বন্যাদূর্গত মানুষেমানুষের পাশে আছেন এবং ক্ষতিগ্রস্ত একটি মানুষের মরতে দিবেনা,এজন্য প্রধানমন্ত্রী সিলেট সুনামগঞ্জ ও নেত্রকোনা বন্যা আক্রান্ত এলাকা হেলিকপ্টার যোগে প্রত্যক্ষ পর্যবেক্ষণ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পানি বন্ধি মানুষদেরকে দ্রুত উদ্ধার করে নিরাপদ আশ্রয় কেন্দ্রে পূনর্বাসনের জন্য সেনা বাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীকে নির্দেশ দিয়ে প্রশংসিত হয়েছেন। আর্ত মানবতার কল্যাণে সরকারের পাশাপাশি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্রদের মধ্যে বাংলাদেশ জাতীয় সুন্নী উলামা মাশায়েখ পরিষদ ত্রাণ বিতরণ করে যাচ্ছে।তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান, দানশীল, সমাজসেবী ও সামাজিক সংগঠনগুলোকে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান।
এমএসএম / জামান
বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান
বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান
কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু
রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী
ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম
আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী
হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন
পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ
ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন
হোসেনপুরে গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সাথে নবাগত ডিসি মোহাম্মদ আসলাম মোল্লার মতবিনিময়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তপ্ত রাজনীতি
Link Copied