বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের ত্রাণ বিতরণ অব্যাহত

মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত স্বাধীনতা স্বপক্ষের উলামা মাশায়েখদের নিয়ে গঠিত, বাংলাদেশ জাতীয় সুন্নী উলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকীর পক্ষ থেকে সিলেটের জালালাবাদ থানাধিন পুরান কালারুকা দারুস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এলাকার বন্যার্ত দরিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
বাংলাদেশ জাতীয় সুন্নী উলামা মাশায়েখ পরিষদের প্রধান উপদেষ্টা ও জাপান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জসীম উদ্দিন প্রধানের সহযোগিতায় ২৮ জুন মঙ্গলবাব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী|
সংগঠনের সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুন নূর এর সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- দি ক্রাউন ভেনসার্স লিমিটেড ইউকের ম্যানেজিং ডাইরেক্টার ও সিলেট নগরীর কাজলশাহস্থ সিটি কমপ্লেক্সের চেয়ারম্যান, বিশ্বনাথস্থ দেমাসাধ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও মিসবাহুল উলূম দাখিল মাদ্রাসা খাইরঘাটের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ্ব শামসু মিয়া লয়লুছ। উপস্থিত ছিলেন পুরান কালারুকা দারুস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মো. আলাউদ্দিন খান জালালাবাদ থানার শিবেরবাজার পুলিশ ফাড়ির মো. মোরশেদ প্রমুখ।
অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্রদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণে করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার বন্যাদূর্গত মানুষেমানুষের পাশে আছেন এবং ক্ষতিগ্রস্ত একটি মানুষের মরতে দিবেনা,এজন্য প্রধানমন্ত্রী সিলেট সুনামগঞ্জ ও নেত্রকোনা বন্যা আক্রান্ত এলাকা হেলিকপ্টার যোগে প্রত্যক্ষ পর্যবেক্ষণ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পানি বন্ধি মানুষদেরকে দ্রুত উদ্ধার করে নিরাপদ আশ্রয় কেন্দ্রে পূনর্বাসনের জন্য সেনা বাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীকে নির্দেশ দিয়ে প্রশংসিত হয়েছেন। আর্ত মানবতার কল্যাণে সরকারের পাশাপাশি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্রদের মধ্যে বাংলাদেশ জাতীয় সুন্নী উলামা মাশায়েখ পরিষদ ত্রাণ বিতরণ করে যাচ্ছে।তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান, দানশীল, সমাজসেবী ও সামাজিক সংগঠনগুলোকে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান।
এমএসএম / জামান

রাজবাড়ীতে বাড়ি থেকে মাকে বের করে দিল ছেলে-পুত্রবধূ!

ডাকসুর নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস নির্বাচিত হয়েছেন নরসিংদীর সামিয়া

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটে কারাতে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

ঢাকা ভাংঙা এক্সপ্রেসওয়েতে ২য় দিনের মতো যানবাহন চলাচল বন্ধ, বিকল্প পথে সড়কে বেড়েছে যানজট

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতাল: সড়ক অবরোধে অচল জনজীবন

রায়পুরে নিরক্ষরদের হাতে কলম তুলে দিল শিবির

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতুতে জীবন বিপন্নের আশংকা

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কাজ করবে সিএসও
Link Copied