ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

রহস্যজনক আগুনে পুড়ল দলই চা বাগানের অফিস ভবন


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২৯-৬-২০২২ বিকাল ৬:১
কমলগঞ্জের দলই চা বাগানে চলতি সপ্তাহে বার্ষিক অডিট হওয়ার কথা ছিল। তার আগেই আগুনে পুড়ল ব্যক্তি মালিকানাধীন সিলেট টি কোম্পানি লিমিটেডের দলই বাগানের টিন শেডের পাকা বিল্ডিংয়ের অফিস ভবন। বুধবার (২৯ জুন) ভোররাতে আগুন লাগার এ ঘটনা ঘটে।
 
আগুনে বাগানের প্রধান ব্যবস্থাপকের কক্ষ, সহকারী ব্যবস্থাপকের কক্ষ, হেডক্লার্ক, জেনারেল কক্ষ, টিলা বাবুর কক্ষসহ ৫টি কক্ষের সকল ফাইল, রেকর্ড, নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। রহস্যজনক এ আগুনে অফিস ভবনের সকল অফিসের রেকর্ডপত্র পুড়লেও অফিসগুলোর অধিকাংশ আসবাবপত্র অক্ষত রয়েছে। 
 
অফিস ভবনে আগুন লাগার সময় বাগানের মেইন গেটে কোনো পাহারাদার  ছিল না বলেও জানা গেছে। প্রতিদিন ওই গেইটে রাতের পারাদার থাকলেও আগুন লাগার সময়ে পারাদার না থাকায় চা শ্রমিকদের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
 
চা শ্রমিকরা জানান, বুধবার ভোররাত সাড়ে ৩ টার দিকে বাগানের হেডক্লার্ক আব্দুল কাদির এর অফিস কক্ষে আগুন লাগে। এরপর বাগান ব্যবস্থাপক সহ অন্য অফিসে আগুন জ্বলে উঠে। এ সময় বাগান শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুন লাগার খবর পেয়ে কমলগঞ্জের ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর আগেই পুড়ে ছাই হয় অফিসগুলোতে রক্ষিত বাগানের সকল কাগজাদি। 
 
দলই চা বাগান কর্তৃপক্ষ জানায়, বুধবার ভোর রাতে ৫-৬ জন দুর্বৃত্ত অফিস পাহারাদারকে বেঁধে অফিস ভবনের হেডক্লার্ক-এর অফিস রুমে আগুন দেয়। পরে পার্শ্ববর্তী অফিসে আগুন ছড়িয়ে পড়লে অফিসগুলোতে থাকা বাগানের অফিসিয়াল কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে যায়। আগুনের এ ঘটনায় শ্রী প্রসাদ ও সত্য নারায়ণ রাজভর নামের ২ পাহারাদার আহত হয়েছেন। তাদের সিলেট রাকিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
এদিকে দলই চা বাগানের অফিস ভবনে আগুন লাগার পর বুধবার সকাল থেকে বাগানে নানা কথা বাতাসে উড়ছে। বাগানের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, বাগানের আয়-ব্যয়ের হিসাবে ব্যাপক গড়মিলে দু-এক দিনের মধ্যে বাগানে অডিট হওয়ার কথা ছিল। তার আগেই আগুনে পুড়ল সব রেকর্ডপত্র। আগুনে শুধু রেকর্ডপত্র পোড়ায় চাউর হচ্ছে বাগানের হেডক্লার্ক আব্দুল কাদিরের অসংখ্য গাড়ি ও বাসাবাড়ির মালিক হওয়ার নানা কথাবার্তা।
 
এ বিষয়ে বাগানের হেডক্লার্ক আব্দুল কাদিরের বক্তব্য নিতে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। 
 
আলাপকালে দলই চা বাগানের প্রধান ব্যবস্থাপক আজগর আলী খান সাংবাদিকদের বলেন, দেশ স্বাধীনের পর থেকে প্রায় অর্ধশত বছরের সকল নথিপত্র অফিস কার্যালয়ে রক্ষিত ছিল। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। চা বাগানের ইতিহাসে আগুন দিয়ে কার্যালয়ে পুড়িয়ে দেয়ার ঘটানা এটাই প্রথম বলে তিনি জানালেও দুই মাস পূর্বে হেডক্লার্কের কক্ষে আগুন লাগার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
 
বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রামভজন কৈরি, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, মনু ধলাই ভ্যালি সভাপতি ধনা বাউরীসহ চা শ্রমিক নেতৃবৃন্দ।

এমএসএম / জামান

আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পাপ্পীর কানাডা ও আমেরিকার ভিসা বাতিলের আবেদন

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন