রহস্যজনক আগুনে পুড়ল দলই চা বাগানের অফিস ভবন

কমলগঞ্জের দলই চা বাগানে চলতি সপ্তাহে বার্ষিক অডিট হওয়ার কথা ছিল। তার আগেই আগুনে পুড়ল ব্যক্তি মালিকানাধীন সিলেট টি কোম্পানি লিমিটেডের দলই বাগানের টিন শেডের পাকা বিল্ডিংয়ের অফিস ভবন। বুধবার (২৯ জুন) ভোররাতে আগুন লাগার এ ঘটনা ঘটে।
আগুনে বাগানের প্রধান ব্যবস্থাপকের কক্ষ, সহকারী ব্যবস্থাপকের কক্ষ, হেডক্লার্ক, জেনারেল কক্ষ, টিলা বাবুর কক্ষসহ ৫টি কক্ষের সকল ফাইল, রেকর্ড, নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। রহস্যজনক এ আগুনে অফিস ভবনের সকল অফিসের রেকর্ডপত্র পুড়লেও অফিসগুলোর অধিকাংশ আসবাবপত্র অক্ষত রয়েছে।
অফিস ভবনে আগুন লাগার সময় বাগানের মেইন গেটে কোনো পাহারাদার ছিল না বলেও জানা গেছে। প্রতিদিন ওই গেইটে রাতের পারাদার থাকলেও আগুন লাগার সময়ে পারাদার না থাকায় চা শ্রমিকদের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
চা শ্রমিকরা জানান, বুধবার ভোররাত সাড়ে ৩ টার দিকে বাগানের হেডক্লার্ক আব্দুল কাদির এর অফিস কক্ষে আগুন লাগে। এরপর বাগান ব্যবস্থাপক সহ অন্য অফিসে আগুন জ্বলে উঠে। এ সময় বাগান শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুন লাগার খবর পেয়ে কমলগঞ্জের ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর আগেই পুড়ে ছাই হয় অফিসগুলোতে রক্ষিত বাগানের সকল কাগজাদি।
দলই চা বাগান কর্তৃপক্ষ জানায়, বুধবার ভোর রাতে ৫-৬ জন দুর্বৃত্ত অফিস পাহারাদারকে বেঁধে অফিস ভবনের হেডক্লার্ক-এর অফিস রুমে আগুন দেয়। পরে পার্শ্ববর্তী অফিসে আগুন ছড়িয়ে পড়লে অফিসগুলোতে থাকা বাগানের অফিসিয়াল কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে যায়। আগুনের এ ঘটনায় শ্রী প্রসাদ ও সত্য নারায়ণ রাজভর নামের ২ পাহারাদার আহত হয়েছেন। তাদের সিলেট রাকিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দলই চা বাগানের অফিস ভবনে আগুন লাগার পর বুধবার সকাল থেকে বাগানে নানা কথা বাতাসে উড়ছে। বাগানের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, বাগানের আয়-ব্যয়ের হিসাবে ব্যাপক গড়মিলে দু-এক দিনের মধ্যে বাগানে অডিট হওয়ার কথা ছিল। তার আগেই আগুনে পুড়ল সব রেকর্ডপত্র। আগুনে শুধু রেকর্ডপত্র পোড়ায় চাউর হচ্ছে বাগানের হেডক্লার্ক আব্দুল কাদিরের অসংখ্য গাড়ি ও বাসাবাড়ির মালিক হওয়ার নানা কথাবার্তা।
এ বিষয়ে বাগানের হেডক্লার্ক আব্দুল কাদিরের বক্তব্য নিতে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
আলাপকালে দলই চা বাগানের প্রধান ব্যবস্থাপক আজগর আলী খান সাংবাদিকদের বলেন, দেশ স্বাধীনের পর থেকে প্রায় অর্ধশত বছরের সকল নথিপত্র অফিস কার্যালয়ে রক্ষিত ছিল। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। চা বাগানের ইতিহাসে আগুন দিয়ে কার্যালয়ে পুড়িয়ে দেয়ার ঘটানা এটাই প্রথম বলে তিনি জানালেও দুই মাস পূর্বে হেডক্লার্কের কক্ষে আগুন লাগার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রামভজন কৈরি, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, মনু ধলাই ভ্যালি সভাপতি ধনা বাউরীসহ চা শ্রমিক নেতৃবৃন্দ।
এমএসএম / জামান

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন

লন্ডনে তারেক রহমানের সাথে বিএনপি নেতাদের সাক্ষাৎ
Link Copied