ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

জুড়ীতে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৯-৬-২০২১ দুপুর ১:৩২

মৌলভীবাজারের জুড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমনের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) সকালে উপজেলা সভাকক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রঞ্জিতা শর্মা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২০-২১ অর্থবছরে আরিফ-২/২০২১-২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমনের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫ কেজি বীজ ও ২০ কেজি করে সার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সকালের সময় প্রতিনিধি মনিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার নাজমুল কায়ছার, সরকারি কৃষি সম্প্রসারণ অফিসার গোবিন্দ তন্দ্র দে, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. আজিজুল ইসলাম খান, উপ-সহকারী কৃষি অফিসার নজরুল ইসলাম, সুরঞ্জিত ধর, রিপন কান্তি দাস, আতিকুর রহমান, কৃষক ভাগ্য সিংহ প্রমুখ।

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, জুড়ী উপজেলা কৃষিক্ষেত্রে একটি সম্ভবনায় উপজেলা। এ উপজেলায় কৃষকদের বাম্পার ফলন হয়েছে। উপজেলার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের পাশে উপজেলা কৃষি অফিস সবসময় আছে।

উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রঞ্জিতা শর্মা বলেন, করোনার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। করোনার মধ্যেও সরকার দেশের প্রান্তিক কৃষকদের প্রণোদনা দিয়ে যাচ্ছে। এ সময় তিনি আরো বলেন, কৃষক ভাইদের সরকারের পক্ষ থেকে আমি স্যালুট জানাই। কৃষকদের আন্তরিক পরিশ্রমের জন্যই আমরা দেশে খাদ্যের জোগান পাচ্ছি। সরকার কৃষকদের পাশে আছে, আগামীতেও থাকবে।

এমএসএম / জামান

জনগণের অধিকারই গণতন্ত্রের মূল ভিত্তি: মঈন খান

ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের ভয়ে প্রাণে বাঁচতে দুই যুগেরও বেশি পৈতৃক ভিটেমাটি ছাড়া পরিবারসহ দু'ভাই

নেত্রকোনায় সাংবাদিক নির্যাতন মামলার প্রধান আসামী গ্রেফতার

ভূরুঙ্গামারীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

টেকনাফে একজনকে জবাই করে হত্যা

‎পাঁচবিবিতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি প্রার্থী ফয়সল আলীম

জাতি ৫৩ বছরের দুর্দশা থেকে মুক্তি পেতে চায়- মুহাম্মদ শাহাজাহান

রাজশাহী বাঘায় এ্যারাবিয়ান অর্গানাইজেশনের হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুড়ীতে রুম টু রিডের কর্মশালা অনুষ্ঠিত

পাটের দামে ফুরফুরে মেজাজে বারহাট্টার কৃষকরা

জাতীয় দলের ক্রিকেটার এবাদতের বাবার ইন্তেকাল, দাফন সম্পন্ন

মাইকে ঘোষণা দিয়ে চার মাজার ভাঙচুরের ঘটনায় ২২০০ জনের বিরুদ্ধে মামলা

সরবরাহ কম, নাগালের বাইরে ইলিশের দাম