জুড়ীতে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
মৌলভীবাজারের জুড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমনের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) সকালে উপজেলা সভাকক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রঞ্জিতা শর্মা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২০-২১ অর্থবছরে আরিফ-২/২০২১-২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমনের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫ কেজি বীজ ও ২০ কেজি করে সার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সকালের সময় প্রতিনিধি মনিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার নাজমুল কায়ছার, সরকারি কৃষি সম্প্রসারণ অফিসার গোবিন্দ তন্দ্র দে, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. আজিজুল ইসলাম খান, উপ-সহকারী কৃষি অফিসার নজরুল ইসলাম, সুরঞ্জিত ধর, রিপন কান্তি দাস, আতিকুর রহমান, কৃষক ভাগ্য সিংহ প্রমুখ।
স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, জুড়ী উপজেলা কৃষিক্ষেত্রে একটি সম্ভবনায় উপজেলা। এ উপজেলায় কৃষকদের বাম্পার ফলন হয়েছে। উপজেলার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের পাশে উপজেলা কৃষি অফিস সবসময় আছে।
উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রঞ্জিতা শর্মা বলেন, করোনার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। করোনার মধ্যেও সরকার দেশের প্রান্তিক কৃষকদের প্রণোদনা দিয়ে যাচ্ছে। এ সময় তিনি আরো বলেন, কৃষক ভাইদের সরকারের পক্ষ থেকে আমি স্যালুট জানাই। কৃষকদের আন্তরিক পরিশ্রমের জন্যই আমরা দেশে খাদ্যের জোগান পাচ্ছি। সরকার কৃষকদের পাশে আছে, আগামীতেও থাকবে।
এমএসএম / জামান
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জিয়া পরিবারের অবদান অপরিসীম : এ্যাড. আজিজ মোল্লা
ভোলাহাটে বাগান নষ্ট ও হুমকির ঘটনা: প্রশাসন তদন্তে, উদ্বিগ্ন এলাকাবাসী
জিয়া পরিবারের কষ্টের তুলনায় আমাদের কষ্ট কিছুই না - আবুল কালাম
যমুনা নদীতে চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার ১০
নবীনগরে চার গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিএনপির মতবিনিময় সভা
কবিরহাটে ফখরুল ইসলাম: ধানের শীষে বিজয় হলে বন্ধ হবে দুর্নীতি, চাঁদাবাজি
কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে নাঃ আইজিপি
নাচোলে বীরমুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন
বাঘা-চারঘাট জামায়াতের এমপি প্রার্থী মোটরসাইকেল রেলি অনুষ্ঠিত
দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
কাপাসিয়ায় সালাহউদ্দিন আইউবী‘র দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল মিছিল
গজারিয়ায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ