কয়রায় ১৫০০ কেজি মাছসহ আটক ৮
নিষিদ্ধ সময়ে সুন্দরবনের খালে বিষ দিয়ে শিকার করা প্রায় ১৫০০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। জড়িতদের মধ্য থেকে ৮ জনকে আটক করা হয়। এর মধ্যে একজন পালিয়ে যায়।
আটককৃতরা হলো- খুলনার কয়রা উপজেলার ৪নং কয়রা গ্রামের মো. মোস্তফা সানা (৪০), মো. মিজানুর রহমান (২৮), মো. আছাদুল ইসলাম (৩৭), মো. আছাদুল ইসলাম (৩৫), মঠবাড়িয়া গ্রামের আনারুল (৪০), মহারাজপুর গ্রামের মো. সাইফুল্লাহ গাজী (৩০), মিলন গাজী (৩৭)। এ সময় ৪নং কয়রা গ্রামের ইব্রাহিম সানার ছেলে বাসার সানা ( ৫৫) পালিয়ে যায়।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, খুলনার কয়রার মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে ৩০ জনু বৃহস্পতিবার ভোররাতে উপজেলার মাদারবাড়িয়া বটতলা নামক স্থান থেকে তাদের আটক করা হয়। বিষ দিয়ে ধরা মাছ শুঁটকি খুঁটিতে বিক্রির উদ্দেশ্যে নেয়া হচ্ছিল- এমন সংবাদ পেয়ে চেয়ারম্যান চৌকিদার এবং স্থানীয় লোকজন নিয়ে চারটি নসিমনসহ আটজনকে আটক করেন। তবে একজন পালিয়ে যায়। পরে চিংড়িসহ অন্য ৮ জনকে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। হস্তান্তরকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুর ইসলাম উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, সুন্দরবনকেন্দ্রিক একটি সিন্ডিকেট দীর্ঘদিন সুন্দরবনের বিভিন্ন অবৈধ ব্যবসা করে বন বিভাগকে ম্যানেজ করে সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস করে আসছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এলাকাবাসীকে সাথে নিয়ে বিষ দিয়ে মাছ আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করি।
তিনি আরো বলেন, আটক ব্যক্তিদের স্বীকারোক্তিতে জানা গেছে, মাছগুলো সুন্দরবনের মাছ ব্যবসায়ী লুৎফর রহমানের। তার নির্দেশে এ মাছ বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি সুন্দরবনকেন্দ্রিক এই সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে লুৎফর রহমান বলেন, সুন্দরবনকেন্দ্রিক কোনো ব্যবসার সাথে আমার সম্পৃক্ততা নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে চেয়ারম্যান আমাদের নাম বলছেন। তিনি মাছ ধরার নামে আমাদের ইউনিয়নের মানুষকে ব্যাপক মারপিট করেছেন। তিনি মাছ ধরে প্রশাসের হাতে দিক, মারপিট কেন করবে? তিনি এর সঠিক বিচার দাবি করেন।
গত ১ জুন থেকে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় সেখানে প্রবেশে তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। এ নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় দুষ্কৃতকারীরা সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকার অব্যাহত রেখেছে।
এমএসএম / জামান
মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট
পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান
আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল
হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা
শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি
বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত
গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী
চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ