কমলগঞ্জে শিক্ষক হত্যা ও লাঞ্ছনার বিচারের দাবিতে মানববন্ধন

সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যা এবং নড়াইলে মির্জাপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছনাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কমলগঞ্জে মানববন্ধন করেছে শিক্ষক সমাজ।
শনিবার (২ জুলাই) দুপুরে ২টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনার ময়না চত্বরে কমলগঞ্জ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মচারীবৃন্দ ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। প্রচন্ড রোদ উপেক্ষা করে কমলগঞ্জের বিভিন্ন স্কুল,কলেজ ও মাদরাসার শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীরা এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন- মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লেখক-গবেষক আহমদ সিরাজ, আব্দুর গফুর মহিলা কলেজে অধ্যক্ষ হেলাল উদ্দিন, কমলগঞ্জ সরকারী গণ মহাবিদ্যালয়ের প্রভাষক আব্দুল মুমিত, শমসেরনগর সুজা মেমোরিয়াল কলেজের প্রভাষক শাহজাহান মানিক, সফাতআলী সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক সেলিম আহমেদ চৌধুরী, শমশেরনগর আইডিয়াল কেজি স্কুলের অধ্যক্ষ মুজিবুর রহমান রঞ্জু, কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ, কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম, কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শ্যামল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাহিদ আলী, কান্দিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আজিজুর রহমান প্রমুখ।
বক্তরা বলেন, শিক্ষকদের নিরাপত্তা সরকারকেই দিতে হবে। শিক্ষকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে আমরাও ছাত্রদের সুশিক্ষা দিতে ব্যর্থ হব। শিক্ষক খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু অধ্যক্ষ লাঞ্চিত করার ঘটনায় এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শিক্ষকরা যদি খুন হন এবং লাঞ্চিত হয় তাহলে জাতির মেরুদণ্ড সোজা হয় না। এক শিক্ষককে জুতার মালা পরানো হয়েছে। এই মালা সমস্ত জাতির গলায় পড়ানো হয়েছে। আমরা এসব ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে শিক্ষক সমাজকে আশ্বস্ত করার দাবি জানান শিক্ষক নেতারা।
এমএসএম / জামান

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন

লন্ডনে তারেক রহমানের সাথে বিএনপি নেতাদের সাক্ষাৎ
Link Copied