ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

কমলগঞ্জে শিক্ষক হত্যা ও লাঞ্ছনার বিচারের দাবিতে মানববন্ধন


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২-৭-২০২২ দুপুর ৪:৩৯
সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যা এবং নড়াইলে মির্জাপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছনাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কমলগঞ্জে মানববন্ধন করেছে শিক্ষক সমাজ।
 
শনিবার (২ জুলাই) দুপুরে ২টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনার ময়না চত্বরে কমলগঞ্জ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মচারীবৃন্দ ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। প্রচন্ড রোদ উপেক্ষা করে কমলগঞ্জের বিভিন্ন স্কুল,কলেজ ও মাদরাসার শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীরা এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
 
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন- মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লেখক-গবেষক আহমদ সিরাজ, আব্দুর গফুর মহিলা কলেজে অধ্যক্ষ হেলাল উদ্দিন, কমলগঞ্জ সরকারী গণ মহাবিদ্যালয়ের প্রভাষক আব্দুল মুমিত, শমসেরনগর সুজা মেমোরিয়াল কলেজের প্রভাষক শাহজাহান মানিক, সফাতআলী সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক সেলিম আহমেদ চৌধুরী, শমশেরনগর আইডিয়াল কেজি স্কুলের অধ্যক্ষ মুজিবুর রহমান রঞ্জু, কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ, কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম, কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শ্যামল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাহিদ আলী, কান্দিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আজিজুর রহমান প্রমুখ।
 
বক্তরা বলেন, শিক্ষকদের নিরাপত্তা সরকারকেই দিতে হবে। শিক্ষকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে আমরাও ছাত্রদের সুশিক্ষা দিতে ব্যর্থ হব। শিক্ষক খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু অধ্যক্ষ লাঞ্চিত করার ঘটনায় এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শিক্ষকরা যদি খুন হন এবং লাঞ্চিত হয় তাহলে জাতির মেরুদণ্ড সোজা হয় না। এক শিক্ষককে জুতার মালা পরানো হয়েছে। এই মালা সমস্ত জাতির গলায় পড়ানো হয়েছে। আমরা এসব ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে শিক্ষক সমাজকে আশ্বস্ত করার দাবি জানান শিক্ষক নেতারা।

এমএসএম / জামান

আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পাপ্পীর কানাডা ও আমেরিকার ভিসা বাতিলের আবেদন

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন