ফুলছড়িতে ব্রহ্মপুত্রের ভাঙনে ৫৬০ পরিবার বাস্তুহারা
গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদের পানি আবারো বৃদ্ধি পাওয়ায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। শুক্রবার (১ জুলাই) বিকেলে ফজলুপুর ইউনিয়নের কাউয়াবাঁধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া এবারের বন্যায় বাস্তুহারা হয়েছে ৫৬০টি পরিবার।
ব্রহ্মপুত্র নদের পানি কমতে বা বাড়তে থাকলে ভাঙনের তীব্রতা বৃদ্ধি পায়। এবারো এর ব্যতিক্রম হয়নি। প্রথম দফার বন্যায় ভাঙনের পর দ্বিতীয় দফায় পানি বৃদ্ধি পাওয়ায় আবারো ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে ফজলুপুর ইউনিয়নের কাউয়াবাঁধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনটি গতকাল শুক্রবার বিকেলে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া প্রতিদিনই বসতভিটাসহ ফসলি জমি নদীর পেটে চলে যাচ্ছে।
উপজেলার ফজলুপুর ইউনিয়নের খাটিয়ামারী, কাউয়াবাঁধা, ফুলছড়ি ইউনিয়নের পিপুলিয়া, বাগবাড়ী, দেলুয়াবাড়ী, উড়িয়া ইউনিয়নের বানিয়াপাড়া, মধ্য উড়িয়া ও দক্ষিণ উড়িয়া গ্রামের ভাঙনের আঘাতটা সবচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে।
সরেজমিন দেখা যায়, উড়িয়া ইউনিয়নের দক্ষিণ উড়িয়া গ্রামের ২৬টি পরিবার নদী ভাঙনের শিকার হয়ে তাদের বসতভিটা হারিয়েছেন। হুমকির মুখে রয়েছে শত শত পরিবার। বসতভিটা হারানো মানুষগুলো উড়িয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। ভাঙনের তীব্রতা বৃদ্ধি পেলে গুনভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়বে বলে স্থানীয়দের ধারণা। ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
দক্ষিণ উড়িয়া গ্রামের বাসিন্দা সোলায়মান হোসেন (৪২) বলেন, দিনমজুরি করে সংসার চালাতে হয়। ঘরে ১৪ বছর বয়সী একটা প্রতিবন্ধী ছেলে রয়েছে। বাড়িভিটা ছাড়া আর কোথাও জমিজমা নেই। যেভাবে নদী ভাঙছে, তাতে এবার বাড়িঘর থাকবে কি-না সন্দেহ আছে।
উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা বলেন, ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড মধ্য উড়িয়া গ্রামে কিছু অংশে কাজ করেছে। ফলে সেখানে আর নদীভাঙনে ক্ষয়ক্ষতি নেই। উত্তর উড়িয়া ও দক্ষিণ উড়িয়া গ্রামের ভাঙনকবলিত এলাকায় পানি উন্নয়ন বোর্ড এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে বিশাল জনগোষ্ঠী ক্ষতির সম্মুখীন হবে। তাই দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানাচ্ছি।
ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ বলেন, ফুলছড়ি একটি নদীবেষ্টিত উপজেলা। নদীভাঙনে এ উপজেলার মানুষকে দারিদ্র্যে পরিণত করছে। ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হলে মানুষের দুঃখ-দুর্দশা কমে যাবে।
এমএসএম / জামান
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক
কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল
তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা
আত্রাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন
রাণীশংকৈলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত
পবিপ্রবিতে নিয়োগ-বিধি ও প্রমোশন দ্বন্দ্ব, বিএনপিপন্থী শিক্ষকদের বিজয় দিবস বর্জন
বড়লেখায় বিএনপির প্রকাশ্যে গ্রুপিং, কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া ঐক্যের পথ দেখছেন না নেতাকর্মীরা
মেহেরপুরে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ডেইরি খামারিদের মাঝে ঘাস ও খড় কাটার মেশিন বিতরণ
রাজশাহী-৬ আসনে এমপি পদপ্রার্থী আবু সাইদ চাঁদের মনোনয়ন ফরম উত্তোলন
তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী দগ্ধ, গবাদিপশুর প্রাণহানি