রাতের বেলা ডাকাতি প্রতিরোধে গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশের জঙ্গল পরিষ্কার
মুন্সীগঞ্জে জেলার গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাতের বেলা ডাকাতি প্রতিরোধে গজারিয়া থানা এলাকার ১৩ কিলোমিটার রাস্তার উভয় পার্শ্বের জঙ্গল পরিষ্কার করানো হচ্ছে। ঈদে ঘরমুখো মানুষ যাতে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছতে পারে সেজন্যই চুরি, ছিনতাই রোধে ও শিল্প শ্রমিকদের চলাচল নিরাপদ করতে মহাসড়কের দুপাশের ঝোপঝাড় পরিষ্কার করার এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বাউশিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান এবং গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. রইস উদ্দিন।
জানা গেছে, গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিনের নির্দেশে গজারিয়া থানা পুলিশ ও বাউশিয়া ইউনিয়নের চেয়ারম্যান নিজস্ব অর্থায়নে এ আগাছার ঝোপ পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করেছেন। রোববার (৩ জুলাই) সকালে একদল শ্রমিক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকায় রাস্তার দুপাশের ঝোপঝাড়, জঙ্গল পরিষ্কারের কাজ শুরু করেন। এ কাজের সঠিকভাবে তদারকির জন্য সরেজমিন পরিদর্শন করেন বাউশিয়া ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান প্রধান।
এ সময় আরো উপস্থিত ছিলেন- বাউশিয়া ইউনিয়নের বিট পুলিশিংয়ের দায়িত্বরত এসআই হেলাল আহমেদ ও অন্য পুলিশ সদস্যরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলায় রাস্তার পাশে এসব আগাছার আড়ালে লুকিয়ে থাকা অপরাধীরা রাস্তায় চলাচলকারী যানবাহনে ঢিল নিক্ষেপ করে ও বিশেষ কায়দায় অপরাধ সংঘটিত করে থাকে। এ থেকে পরিত্রাণ পেতে সড়কের জঙ্গল পরিষ্কার করা হচ্ছে।
চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান বলেন, ঈদকে সামনে রেখে যেন মহাসড়কে চুরি-ডাকাতি না হয় সেদিকে লক্ষ্য রেখে এবং জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে আমি আমার নিজস্ব অর্থায়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া ইউনিয়নে হাইওয়ে রোডের দুই পাশের ঝোপ, জঙ্গল পরিষ্কার করার উদ্যাগে নিয়েছি।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, সড়কটিতে রাতে অপরাধ কমাতে উদ্যোগ নেয়া হচ্ছে। গজারিয়া থানা এলাকার রাস্তা যাতে কোরবানির ঈদকে সামনে রেখে নিরাপদ থাকে এবং মানুষের নিরাপত্তা বিধান করা আমাদের দায়িত্ব। ঈদে ঘরমুখো মানুষ যাতে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছতে পারে, সেজন্যই এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেয়া হয়েছে।
এমএসএম / জামান