গজারিয়ার বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের আয়োজনে মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ১টায় বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদে এ মতবিনিময় সভায় বালুয়াকান্দি ইউনিয়নের সকল সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুজ্জামান জুয়েল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী।
আলোচনা শেষে ইউনিয়নের উন্নয়ন সহায়তার থোক বরাদ্দের অর্থায়নে মাধ্যমিক বিদ্যালয়ের ২৪ জন ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী প্রোগ্রামার ওয়াহিদ-উজ-জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. নাজমুল হাসান, মো. সাইদুল ইসলাম খান, কানুনগো উপজেলা ভূমি অফিস, বালুয়াকান্দি ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. জালাল উদ্দিন, এলজিইডি সার্ভেয়ার মো. আব্দুল কাইয়ুম, উপজেলা নাজির কাম ক্যাশিয়ার মো. মুক্তার হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাহফুজ মিয়া।
এ সময় বালুয়াকান্দি ইউনিয়নের সকল সদস্য ও মহিলা সদস্য উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান