ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

করেরহাটে পানি নিষ্কাশনের জায়গা প্রতিবন্ধকতা ও সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৬-৭-২০২২ বিকাল ৬:৫৩
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের করেরহাট বাজারে সামান্য বৃষ্টি হলেই বাজারে হাটুপানি হয়ে যাচ্ছে, কারণ একমাত্র পানি অপসারণের চরা দুটি  দূষণে মজে গেছে। বাজারের উত্তর পাশে ছত্তরুয়া গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র একটি চরা রয়েছে। গ্রামের করেরহাট ইউনিয়নের ৪নং ও ৫নং ওয়ার্ডের ছত্তরুয়া গ্রামের প্রায় ১ হাজার পরিবারের প্রায় ১৫ হাজার মানুষের বসবাস।  খালের উপর করেরহাট থেকে ছাগলনাইয়া সড়কের উপর সড়ক ও জনপথ বিভাগের নির্মিত একটি ২০ ফুটের ব্রিজ রয়েছে। 
 
জানা গেছে, একটি প্রভাবশালী মহল ব্রীজের পূর্বপাশের জায়গার মালিক দাবি করে মাটি ভরাট করে। এবং পানি নিষ্কাশনের জন্য মাত্র পাঁচ ফুটের একটি ড্রেন রাখে। আবার সে ড্রেনের উপর দোকান ঘর নির্মাণ করে। অথচ এই বিশ ফুটের খাল দিয়ে পানি নিষ্কাশন হতে হিমশিম খায়। কিন্তু পাঁচ ফুটের ড্রেন দিয়ে কিভাবে পানি নামবে সে ব্যাপারে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে স্থানীয়রা।
 
স্থানীয় বেলাল কোম্পানি নামে একজন অভিযোগ করেন, এলাকাবাসী পক্ষ থেকে অভিযুক্ত বাহা উদ্দিন সোহাগ কে একাধিক নিষেধ করা হলেও কারো কথা তোয়াক্কা না করে সে কাজ করছে।
 
বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি আবদুর রহিম বলেন, আমরা তাদের কে বারবার নিষেধ করার পরেও আমাদের কথা শুনেন নি। তারা মাটি ভরাট করে পানির গতিপথ সংকোচন করে ফেলছে। বর্ষায় করেরহাট বাজার সহ ছত্তরুয়া গ্রাম পানিতে ডুবে থাকবে যদি এখন ব্যবস্থা না নেয়া হয়।
 
করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদের নিষেধ করা সত্ত্বেও রাতের আঁধারে কাজ করছে।ক আমি‌ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
অভিযুক্ত বাহা উদ্দিন সোহাগ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি খুবই শিঘ্রই ড্রেনের কাজ শেষ করে তারপর দোকান নির্মাণ এর কাজ করবো।
 
ড্রেনের কাজ শেষ না করে দোকান নির্মাণ কাজ কিভাবে করছেন জানতে চাইলে তিনি কোন উত্তর দিতে পারেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে জেনেছি। শীঘ্রই তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে ‌।

এমএসএম / জামান

রেলপথে রংপুরের মানুষের দুর্ভোগ, দুটি ট্রেন তবুও টিকিট পেতে যুদ্ধ ‎

দুর্ঘটনাকবলিত বাস থেকে নেমে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ট্রাকচাপা, নিহত ২

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে পর্যটকবাহী বাস খাদে, মা-মেয়ে নিহত

মোহনপুর উচ্চ বিদ্যালয়কে ব্যঙ্গ করে সভাপতির স্ট্যাটাস, এলাকায় উত্তেজনা

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক কারবারি গ্রেপ্তার

রাণীশংকৈলে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বিশেষ এ্যাডমিশন ফেয়ার এর উদ্বোধন

পাঁচ কোটির ঊর্ধ্বে তরুণ ভোটার ধানের শীষে ভোট দেবে: নিতাই রায় চৌধুরী

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের কমিটি থেকে গণপদত্যাগ

সিডিএতে চাকুরী নিশ্চয়তা দিয়ে ঘুষ বাণিজ্যের অভিযোগ

নিজের অহমিকা বিসর্জন দেয়াই শ্যামাপূজার মূলশিক্ষা:রণী

পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন খন্দকার রুহুল আমিন

ডাকাতিয়ার পাড়ে অধিগ্রহণ হচ্ছে চাঁদপুর মেডিকেল কলেজের ৩০ একর জমি