ঢাকা বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

ভুয়া কোম্পানির এমডি শরিফুলের প্রতারণার ফাঁদে সর্বস্বান্ত কয়েকটি পরিবার


বুলবুল আহমেদ, মান্দা photo বুলবুল আহমেদ, মান্দা
প্রকাশিত: ৭-৭-২০২২ দুপুর ২:৬

কোম্পানি নেই, ওষুধ আছে; এমন কোম্পানির এমডি শরিফুলের প্রতারণার ফাঁদে সর্বস্বান্ত হয়েছেন রাজশাহী-নওগাঁ জেলার কয়েকটি পরিবার। 'এডি এগ্রো' কোম্পানিতে চাকরি দেয়ার নামে সাধারণ মানুষজনের সাথে প্রতারণা করে প্রয়োজনীয় কাগজপত্র এবং ফাঁকা চেক হাতিয়ে নিয়েছেন তিনি। এরপর ফাঁকা চেকে বিভিন্ন অংকের টাকা বসিয়ে মামলা দিয়ে হয়রানি করছেন ভুয়া কোম্পানির এমডি শরিফুল।

আজ বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে মান্দা উপজেলা প্রেসক্লাবে এসে ওই কোম্পানির এমডি শরিফুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন প্রতারণার শিকার নওগাঁর নিয়ামতপুর উপজেলার চক-রামনগর গ্রামের মৃত আবু বক্করের ছেলে শরিফুল ইসলাম। তার সাথে সংবাদ সম্মেলন অংশগ্রহণ করেন আরো দুই ভুক্তভোগী নওগাঁ সদর উপজেলার চাকলা গ্রামের আব্দুল গফুর এবং রাজশাহী জেলার পবা উপজেলার নওহাটা এলাকার ইসরাফিল আলম। প্রতারক ভুয়া কোম্পানির এমডি শরিফুল ইসলাম পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার শেকেরদাইড় গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

ভুয়া কোম্পানিতে নিয়োগপ্রাপ্ত ভুক্তভোগী শরিফুল ইসলাম সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, ২০১৯ সালের  ১ অক্টোবর নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার সোহেল রানা নামে এক ব্যক্তির দ্বারা প্রবাহিত হয়ে 'এডি এগ্রো' কোম্পানিতে আরএসএম পদে যোগদান করি। যোগদানের পর কোম্পানির এমডি শরিফুল ইসলাম আমাকে কিছুসংখ্যক এসআর নিয়োগ দিতে বলেন। কোম্পানির সর্তসাপেক্ষে আমি ৬-৭ জন এসআর নিয়োগ দিই। তাদের কাছ থেকেও চাকরি দেয়ার সুবাদে এমডি শরিফুল ইসলাম ফাঁকা চেক গ্রহণ করেন। এরপর লোক দেখানো কিছু ভুয়া কীটনাশক ওষুধ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডিলার পয়েন্টে পাঠিয়ে দেয়।

তিনি আরো বলেন, এরপর কোম্পানির দেয়া পণ্য নিয়ে আমরা মার্কেটিংয়ের কাজ শুরু করি। ওই ওষুধগুলো কৃষকরা ক্রয় করে ব্যবহারের সময় দেখেন, গাম-আঠাজাতীয় তরল পদার্থ দিয়ে প্যাকেটজাত করা রয়েছে। প্যাকেটগুলোতে অন্য কোম্পানির রেজিঃ নাম্বার ব্যবহার করেছেন। পরে রেজিস্ট্রেশন নাম্বার চেয়ে কোম্পানির এমডির সঙ্গে যোগাযোগ করলে তিনি টালবাহানা শুরু করেন। একপর্যায়ে তিনি আমাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেন। এর বছরখানেক পর আমাদের কাছ থেকে নেয়া ফাঁকা চেকগুলোতে বিভিন্ন অংকের টাকা বসিয়ে চেক ডিজঅনার করে পাবনা কোর্টে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আমার বিরুদ্ধে ২০ লাখ টাকার মামলা দায়ের করেছেন, নওগাঁ সদর উপজেলার আব্দুল গফুরের বিরুদ্ধে ৫ লাখ এবং রাজশাহীর পবা উপজেলার ইসরাফিল আলমের বিরুদ্ধে ৩ লাখ টাকার মামলা দায়ের করেছেন। এছাড়াও ডিলারদের নামেও তিনি মামলা দায়ের করেছেন। এভাবে প্রতিনিয়ত তিনি জালিয়াতি করে চেক এবং টাকা হাতিয়ে নিচ্ছেন।

তারা সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করে বলেন, ইতিপূর্বে 'লায়ন এগ্রো' কোম্পানির নাম ব্যবহার করে তিনি নিয়োগ বাণিজ্য করেছেন। সম্প্রীতি রাজশাহী-নওগাঁ জেলা ছেড়ে ঠাকুরগাঁও জেলায় ওই কোম্পানির নিয়োগ বাণিজ্য করছেন। অচিরে আইনের আওতায় এনে ভুয়া কোম্পানির এমডি শরিফুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। সেই সাথে শরিফুলের করা মিথ্যা মামলা থেকে পরিত্রাণ পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আকুতি জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে 'এডি এগ্রো' কোম্পানির এমডি শরিফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অন্য কোম্পানির প্রোডাক্ট ভাড়া নিয়ে আমি ব্যবসা করি। ওই প্রোডাক্টের রেজিঃ নাম্বার অন্য কোম্পানির হাওয়ায় মার্কেটে ধরা পড়ে। তার পর থেকে তারা আমাকে টাকা-পয়সা না দিয়ে আত্মসাৎ করে। এজন্য তাদের বিরুদ্ধে আমি মামলা করেছি।

জামান / জামান

পরীক্ষার আগেরদিন রাতেই স্ব স্ব শ্রেণীর প্রশ্নপত্র পরীক্ষার্থীদের হাতে

কুড়িগ্রামে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে নেত্রকোনায় র‍্যালী,আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ

চরলক্ষ্যায় মাদকসেবী কিশোর গ্যায়ের তাণ্ডবে আতঙ্কে দিনপার করছে স্থানীয়রা, থানায় অভিযোগ

খালেদা জিয়া'র সুস্থতা কামনায় দক্ষিণ জেলা ছাত্রদলের দোয়া মাহফিল

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৯ ফুট দীর্ঘ অজগর উদ্ধার

কুমিল্লায় বেগম জিয়ার সুস্থতা কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে এতিমখানায় পশু সদকা ও দোয়া

ঈশ্বরদীতে নয়নের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

শ্রীপুরে অন্ধ প্রতিবন্ধীরা সাবেক প্রদানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া চেয়েছেন

উলিপুরে কুড়িগ্রাম রুটে বিপদজনক ভাবে ট্রেনে উঠছে শিশুরা ছিনতাইকারীরা বেপরোয়া

রায়গঞ্জে উন্নত ক্রসব্রীড বকনা পেয়ে উচ্ছ্বসিত ১১২ কৃষক

বাঘা পৌর যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাগুরায় গীতা পাঠ ও প্রার্থনার মধ্য দিয়ে খালেদা জিয়ার সুস্হতা কামনা