সুন্দরবন শুধু বাংলাদেশের সম্পদ নয়, এটা বিশ্বের সম্পদ
খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেছেন, সুন্দরবন শুধু বাংলাদেশের সম্পদ নয়, এটা বিশ্বের সম্পদ। জননেত্রী শেখ হাসিনার সরকার সুন্দরবন ও পরিবেশ রক্ষায় খুবই আন্তরিক। সরকারের নানা উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে এমপি বাবু আরো বলেন, চারদিকে প্রাকৃতিক বিপর্যয়, নদীভাঙন, নদীর নাব্যতা কমে যাওয়া, জলবায়ু পরিবর্তন, সুন্দর বনে বিষ দিয়ে মাছ শিকার,কাঠ পাচার, কৃষিসহ সকল ক্ষেত্রে মাত্রাতিরিক্ত রাসায়নিক এর ব্যবহার, পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার, অকারণে বন্য প্রাণির আবাসস্থলসহ পশু-পাখি নিধন, সুন্দরবন এবং প্রাকৃতিক সম্পদের অপব্যবহারে প্রাণ ও প্রকৃতি আজ সংকটাপন্ন । তাই সুন্দরবন ও মানুষকে বাঁচতে হলে প্রাণ এবং প্রকৃতিকে রক্ষার সকল উদ্যোগ সকলকে নৈতিকতার ভিত্তিতে গ্রহণ করতে হবে সাথে সাথে সরকারের সকল সিদ্ধান্ত মেনে চলতে হবে।
বৃহস্পতিবার ৭ জুলাই দুপুরে কয়রা কাশিয়াবাদ স্টেশনে সুন্দরবন সুরক্ষা প্রকল্পের অর্থায়নে সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনা রেঞ্জের আয়োজনে সুন্দরবন সুরক্ষা ও সংরক্ষণের নিবেদিত স্বেচ্ছাসেবীদের সমাবেশ ও গোল টেবিল বৈঠাকে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার ও অবৈধ শুঁটকি মাছের খুঁটি মালিকদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে এমপি বাবু বলেন, যেই হোক না কেন, নিষিদ্ধ সময় বিষ দিয়ে মাছ শিকার করার চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না। তিনি প্রশাসনকে কঠিন পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনকালে খুলনা বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন বলেন, বাংলাদেশ অংশের প্রাণ প্রাচুর্য উপভোগ করতে লাখো পর্যটক আসে এখানে। তবে অসচেতনতার কারনে ক্ষতিগ্রস্ত হচ্ছে বনের স্বাভাবিক পরিবেশ। এছাড়া অনিয়ন্ত্রিত সম্পদ আহরণের কারণেও ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের এই নিরাপদ বেষ্টনি। পর্যটক নিয়ন্ত্রণ, ইকো-ট্যুরিজমের বিকাশ ও বনের ওপর নির্ভরশীলতা কমানো নিয়ে কাজ করছে সরকার।তিনি সুন্দরবনের জীব বৈচিত্র্য ধ্বংসে জড়িতদের কঠোর হস্তে দমন করা হবে বলে জানান। বন বিভাগের কেউ জড়িত থাকলে তাদের কঠিন শাস্তি দেয়া হবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো এর সভাপতিত্বে স্টেশন কর্মকর্তা আখতারুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- কয়রা উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস,অতিরিক্ত পুলিশ সুপার (ডি সার্কেল) সাইফুল ইসলাম । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ চয়ন কুমার চায়, আদ্রিশ আদিত্য মন্ডল,কয়রা থানা অফিসার ইনচার্জ এবিএমএস দোহা(বিপিএম),মৎস্য কর্মকর্তা আমিরুল হক,ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ, সরদার নূরুল ইসলাম কোম্পানীর, শাহ নেওয়াজ শিকারী,রিপোটার্স ইউনিটির সভাপতি ওবায়দুল কবির সম্রাট,সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, নলিয়ান স্টেশন কর্মকর্তা শাহাদাৎ হোসেন, কালাবাগি স্টেশন কর্মকর্তা জহুরুল হক,প্যানেল চেয়ারম্যান লুৎফর রহমান, আওয়ামীলীগ নেতা মাস্টার খয়রুল আলম, নির্মল দাষ,গণেশ মন্ডল, ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারন সম্পাদক আমিনুল হক বাদল, স্বেচ্ছসেবকলীগ নেতা আক্তারুল ইসলাম, জেড এম হুমায়ুন কবির নিউটনসহ সুন্দরবন রক্ষায় স্বেচ্ছাসেবক, বন রক্ষী, জেলে বাওয়ালী,ইউপি সদস্য, স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট
পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান
আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল
হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা
শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি
বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত
গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী
চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ
কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু
Link Copied