ঢাকা মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

এমপি'র বিরুদ্ধে অধ্যক্ষ পেটানোর অভিযোগে তদন্ত কমিটি গঠন


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৪-৭-২০২২ বিকাল ৬:৬
ছবি ক্যাপশনঃ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে অধ্যক্ষ সেলিম রেজা ও সাংসদ ওমর ফারুক চৌধুরী। 
ছবি ক্যাপশনঃ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে অধ্যক্ষ সেলিম রেজা ও সাংসদ ওমর ফারুক চৌধুরী। 
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্যের বিরুদ্ধে সম্প্রতি অধ্যক্ষ পেটানোর অভিযোগ উঠেছে। রাজশাহী জুড়ে এ ঘটনা নিয়েই এখন তোলপাড় চলছে শিক্ষক, সুশীল সমাজ ও রাজনৈতিক মহলে। চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড়, নেটিজেনরা বলছেন শিক্ষক নিয়োগ বানিজ্যসহ নানা অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িত সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। এ নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সাংসদের বিচার চেয়ে বিবৃতি দিয়েছে উদীচী কেন্দ্রীয় কমিটি, নিন্দা জানিয়েছে একাধিক সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষক সংগঠণ। 
 
বুধবার (১৩ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার অধ্যক্ষ সেলিম রেজাকে মারধরের ঘটনা জানার পরই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মশিউর রহমান এই তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। কমিটিকে যত দ্রুত সম্ভব সরেজমিনে ঘটনা বিস্তারিত জেনে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেন উপাচার্য।
 
এ ব্যাপারে উপাচার্য মশিউর রহমান বলেন, “অধ্যক্ষকে মারধরের ঘটনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”
 
জানা যায়, সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী তার কার্যালয়ে গত ৭ জুলাই রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজাকে ‘পিটিয়ে’ আহত করেছেন। তবে বিষয়টি প্রকাশ হয় মঙ্গলবার।
 
বৃহস্পতিবার (৭ জুলাই) রাত ৯টার দিকে রাজশাহী নগরীর থিম ওমর প্লাজায় রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে অধ্যক্ষ সেলিম রেজাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠে। তবে  ওমর ফারুক চৌধুরী তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
 
তিনি ১৪ জুলাই (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলন করেছেন সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। তিনি এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে প্রপাকাণ্ড ছড়ানোর বিষয়টি তুলে ধরেন। এ সময় সাংসদ বলেন, একজন সাংবাদিককে দিয়ে আসাদুজ্জামান আসাদ নানা ষড়যন্ত্র করছেন। তিনি বিষয়টি কেন্দ্রীয় আওয়ামী লীগের সর্বোচ্চ অভিভাবকদের তদন্ত করে দেখার জন্য অনুরোধ করেন। দোষীদের শাস্তির দাবিও করেন তিনি। 
 
বিষয়টি জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, ‘অধ্যক্ষ নিজেই ফোন করে তাকে জানিয়েছেন যে এমপি ফারুক চৌধুরী তাকে মারধর করেছেন।’
 
আসাদ তার (সেলিম রেজা'র) বাড়ি গিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখেছেন উল্লেখ করে বলেন, ‘এ বিষয়ে কোনো অপপ্রচার করা হচ্ছে না, যা সত্য তাই বলা হয়েছে। এখন চাপে পড়ে অধ্যক্ষ মার খেয়েও মিথ্যা বলছেন এবং এটাই চিরসত্য। তদন্ত করলেই বেরিয়ে আসবে সব।’
 
উল্লেখ্য, সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী অধ্যক্ষ সেলিম রেজাকে মারধর করেছেন বলে গত বুধবার খবর ছড়িয়ে পড়ে। বলা হচ্ছে, গোদাগাড়ীর একটি কলেজের অধ্যক্ষের স্ত্রীকে নিয়ে রাজাবাড়ী ডিগ্রি কলেজের কয়েকজন শিক্ষক আপত্তিকর মন্তব্য করেন। এর বিচার করেননি অধ্যক্ষ সেলিম রেজা। ওমর ফারুক চৌধুরী ওই আপত্তিকর কথাবার্তার অডিও শুনিয়েই অধ্যক্ষকে পেটাতে থাকেন। তবে ওমর ফারুক চৌধুরী, অধ্যক্ষ সেলিম রেজা এবং সেদিন উপস্থিত থাকা অন্য অধ্যক্ষরা সংবাদ সম্মেলনে তা অস্বীকার করেন।
 
 

এমএসএম / এমএসএম

সিংগাইরে চাঞ্চল্যকর শারফিন মোল্লা হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

শিবচরে এক্সপ্রেসওয়েতে বাস–ট্রাক সংঘর্ষে তিন যাত্রী নিহত, আহত ১০–১৫ জন

কাপ্তাই নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে চলছে শিক্ষকদের কর্মবিরতি, স্থগিত বার্ষিক পরীক্ষা

আমিন আমিন ধ্বনিতে কম্পিত টঙ্গী তুরাগ তীর

কোটালীপাড়া হাসপাতালে স্বাস্থ্য সেবার করুন হাল

কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প

চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন এর দিনব্যাপী প্রশাসনিক কার্যক্রম

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজের নব-নির্মিত ৫ তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর

কুমিল্লা-৯ আসনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

কুমিল্লায় প্রায় দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে র‍্যালি, আলোচনা ও দোয়া মাহফিল

টুঙ্গিপাড়ায় শিক্ষকদের পদসোপান আন্দোলন: দুই বিদ্যালয়ে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা স্থগিত