ঢাকা বৃহষ্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

হলুদ তরমুজ ও সাম্মাম চাষে স্বাবলম্বী সাটুরিয়ার সাইদুর রহমান


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৭-৫-২০২১ দুপুর ৩:৫৩
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় হলুদ তরমুজ ও সাম্মাম চাষ করে স্বাবলম্বী হয়েছেন উদ্যোক্তা সাইদুর রহমান। উপজেলা সদর ইউনিয়নের গওলা এলাকার মো. কাদের ডাক্তারের ছেলে সাইদুর রহমান প্রথমে ইউটিউবে হলুদ তরমুজ ও সাম্মাম ফল চাষ পদ্ধতি দেখে এসব ফল চাষে উদ্বুদ্ধ হন। এরপর তিনি সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেন। কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে প্রথমে তিনি ৪৮ শতাংশ জমিতে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেন। শুরুতেই তিনি কৃষিতে সফলতা এনেছেন। বর্তমানে ফলে ফলে ভরে গেছে তার মাচা। মাচায় দুলছে হলুদ, সোনালি ও সবুজ রংয়ের শত শত তরমুজ। সেই সাথে দুলচে শত শত সাম্মাম ফল, যা দেখতে ভিড় জমাচ্ছেন দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। এসব ফল দেখে মনের তৃপ্তি মেটাচ্ছেন অনেকে। কেউবা আবার শখের বশে ক্ষেতেই কিনে খাচ্ছে হলুদ তরমুজ। আবার কেউ কেউ বাড়িতে নিয়ে যাচ্ছেন এই সুন্দর তরমুজ। অনেকে আবার তরমুজ ক্ষেতের ভেতরে প্রবেশ করে তরমুজ ও সাম্মামে হাতে নিয়ে ছবি তুলতে ব্যস্ত।
 
একদিকে এই তরমুজ দেখতে যেমন আর্কষণীয়, অন্যদিকে খেতে অনেক মিষ্টি ও সুস্বাদু। তাই বর্তমান বাজারে অন্যান্য জাতের তরমুজের বাজারদরের তুলনায় এই তরমুজ বাজারে বেশি দরে বিক্রি হচ্ছে। বর্তমান বাজারে প্রতিটি হলুদ তরমুজ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকা দরে। তরমুজের পাশাপাশি সাম্মাম ক্রেতাদের মাঝে সৃষ্টি করছে আলোড়ন। সাম্মাম বাজারে বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকা দরে।
 
সরেজমিন সাইদুর রহমানের তরমুজ ক্ষেতে গিয়ে দেখা যায়, মাটি থেকে ১৫-২০ সেন্টিমিটার উঁচু লম্বা মাচা (বেড) তৈরি করে মালচিং পেপার দিয়ে শক্ত করে ঢেকে দেয়া হয়েছে। চার হাত অন্তর একটি বেড। এভাবে প্রায় ৪৮ শতাংশ জমিতে তৈরি করা হয়েছে ৩০টি বেড। এর উপরে ছাউনির মতো ঘুরিয়ে মাচা দেয়া হয়েছে। সে মাচায় ঝুলে রয়েছে শত শত বাদামি ও সবুজ রংয়ের বেবি তরমুজ ও সাম্মাম। এসব তরমুজ বেশ রসালো ও সুমিষ্ট। 
 
তরমুজ চাষি সাইদুর রহমান বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমি আত্মস্বাবলম্বী হওয়ার জন্য উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা করি। এরপর বিভিন্ন ইউটিউব চ্যানেলে হলুদ তরমুজ ও সাম্মাম চাষের পদ্ধতি দেখে আমার আগ্রহ বাড়ে। পরে উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে আমি পরীক্ষামূলকভাবে ৪৮ শতাংশ জমিতে তরমুজ ও সাম্মাম চাষ শুরু করি। আমি আমার চাষবাদে সফলতা পেয়েছি। জমিতে প্রচুর পরিমাণে হলুদ তরমুজ ও সাম্মাম ফল ধরেছে।
 
তিনি আরো বলেন, এসব জাতের তরমুজ ও সাম্মাম সারাবছর ধরেই আবাদ করা যায়, যা সকলের কাছেই খুব প্রিয়। প্রতিটি তরমুজ ২ থেকে ৪ কেজি ওজনের হয়ে থাকে বলে জানান তিনি। তিনি আরো জানান, তরমুজ চাষে খরচ কম লাভ বেশি তাই আমি এ উদ্যোগ গ্রহণ করেছি। আশা করছি আমার সকল খরচ বাদ দিয়ে অনেক লাভবান হতে পারব।
 
সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, হলুদ তরমুজ আমাদের দেশে নতুন। আবার সাম্মাম বা রকমেলন ইউরোপ ও মধ্যপ্রাচ্যের ফসল। বিগত দুই বছর ধরে আমাদের দেশের চুয়াডাঙ্গা ও নওগাঁ জেলায় চাষ হচ্ছে। নতুন ফসল তাই ঝুঁকি বেশি। সাইদুর রহমান সাটুরিয়া বাজারের একজন মোবাইল ব্যবসায়ী। তিনি একদিন আমার অফিসে এসে কৃষি উদ্যোক্তা হবেন বলে মতপ্রকাশ করেন। এ সময় তিনি আমায় বলেন তিনি হলুদ তরমুজ এবং সাম্মাম চাষে আগ্রহী কিন্তু চাষের বিষয়ে তার কোনো অভিজ্ঞতা নেই। তিনি ইউটিউব দেখে তরমুজ ও সাম্মাম চাষ প্রদ্ধতি সম্পর্কে ধারণা পেয়েছেন। পরে আমি বীজ সংগ্রহ করে চারা তৈরি করার নিয়মসহ কিভাবে রোপণ করতে হবে সে বিষয়ে পরামর্শ দেই। এছাড়াও তার কৃষিকাজে আমি তাকে সব সময় সহযোগিতা করেছি।
এ সময় তিনি বলেন, এই ফল চাষে ভালো ফলফল পেতে গাছের নিচে যখন ৬-৮ পাতা হবে তখন কুশি কেটে দিতে বলি। মাছি কম থাকায় হাত পরাগায়ন হাতে-কলমে দেখিয়ে দেই। মাছিপোকা, সাদামাছি রেমিও দমনে ফোরোয়ন ফাঁদ ও আঠালো ফাঁদ লাগানোর জন্য প্রয়োজনীয় সবকিছু তার কাছে সরবরাহ করি। প্রতিটি গাছে ২-৩টি ফল রাখার পরামর্শ দেই। প্রতিনিয়ত তার ফসলের খোঁজখবর রাখি। ৩-৪ দিন পরপর সেচ দেয়ার পরামর্শ দেই। গাছের বয়স ৫০ দিন হলে সেচ দেয়া বন্ধ করার পরামর্শ দেই। তাতে করে ফলের মিষ্টতা বাড়বে। এই ফল চাষে বিঘাপ্রতি প্রায় ৬০ হাজার টাকা খরচ হয়। যদি দুর্যোগ না থাকে তাহলে দুই মাসের মধ্যে ফসল পাওয়া যায়। এতে এক বিঘা জমিতে সকল খরচ বাদ দিয়ে এক থেকে দেড় লাখ টাকা আয় করা সম্ভব।
 
তিনি আরো বলেন, সাইদুর রহমান একজন নতুন কৃষি উদ্যোক্তা। তার সফলতা দেখে এলাকার অন্য কৃষকরা উৎসাহিত হবেন। এতে দেশের অর্থনীতি আরো ভালো করবে। 

এমএসএম / জামান

কুমিল্লা সীমান্তে সোয়া ১ কোটি টাকার ভারতীয় অবৈধ বাজি জব্দ

শান্তিগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ওএমএসের চালে অনিয়ম, যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতা আটক

নারীর প্রতি সহিংসতা ও ধর্ষকদের বিচারের দাবিতে কুড়িগ্রামে মহিলা পরিষদের মানববন্ধন

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

মানিকগঞ্জে তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ: গ্রেফতার ১

দাগনভূঞায় সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

গাজীপুরে হোটেল হ্যাঁভেনে পুলিশের অভিযানে ৮ জন আটক, গণবিক্ষোভে ভাঙচুর-অগ্নিসংযোগ

শ্রীপুরে টুরিস্ট পুলিশ কমিউনিটি পুলিশিং সদস্যদের মতবিনিময় সভা

আক্কেলপুরে বাজার মনিটরিংয়ে ইউএনও

নবীনগর তিতাস নদীতে অজ্ঞাত ব্যাক্তির ভাসমান মরদেহ উদ্ধার

৭ দফা দাবিতে সারাদেশে ইট বিক্রি বন্ধ ঘোষনা বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

খালিয়াজুরীতে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ২