প্রচণ্ড দাবদাহে ফুলছড়িতে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি

প্রখর রোদ আর প্রচণ্ড তাপদাহে নাজেহাল সাধারণ মানুষ। বিশেষ করে দুপুরের দিকে দিশেহারা অবস্থা হয়। যত দিন যাচ্ছে, রোদের তেজ যেন ততই বাড়ছে। তপ্ত রোদের উত্তাপে অস্বস্তিতে রয়েছে ব্রহ্মপুত্র নদের তীর লাগোয়া গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার প্রাণিকুল থেকে শুরু করে মানুষজন।
দিনে ঘরে-বাইরে কোথাও নেই স্বস্তি। তারপরও গরমে খানিকটা স্বস্তি এনে শরীর-মনে প্রশান্তি দেয় ডাব। কিন্তু প্রচণ্ড গরমে ডাবের দাম চড়া হওয়ায় নিম্নবিত্তদের একমাত্র ভরসা হয়ে উঠেছে সড়কের পাশের আখের শরবত। প্রকৃতির এমন পরিস্থিতে একমাত্র স্বস্তি দিতে পারে বৃষ্টি।
শহরের বেশিরভাগ বাসা-বাড়িতে জ্বর, সর্দি ও ডায়রিয়ায় দু-একজন সদস্য আক্রান্ত হচ্ছে। নারী ও শিশুসহ বয়স্করাও এ রোগে আক্রান্ত হচ্ছেন। শনিবার (১৬ জুলাই) দুপুরে জেলা হাসপাতালে নতুন করে ৩০ রোগী ভর্তি হয়েছেন। ২০ শয্যার ডায়রিয়া ইউনিটে বিছানা ফাঁকা না পেয়ে হাসপাতালের ফ্লোর ও বেঞ্চে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।
মেডিকেল অফিসার, গাইবান্ধা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার শেখ সুলতান আহম্মেদ জানান, তীব্র গরমে এ রোগ দেখা দিয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পাশাপাশি বেশি বেশি তরল খাবার ও স্যালাইন খাওয়া এবং নিকটস্থ চিকিৎসক বা হাসপাতালে পরামর্শ নিতে হবে। তাহলে এই রোগ থেকে অনেকটা রক্ষা পাওয়া যাবে।
তিনি আরো জানান, এক সপ্তাহের ব্যবধানে এই হাসপাতালে ২৫০ জনেরও বেশি রোগী চিকিৎসা নিয়েছেন।
ফুলছড়ি উপজেলার উড়িয়া উদাখালী কঞ্চিপাড়া গজারিয়া ইউনিয়নে গিয়ে দেখা যায়, প্রচণ্ড গরমের উত্তাপে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তপ্ত রোদ মাথায় নিয়েই পেটের টানে রিকসা, ভ্যান, ইজিবাইক নিয়ে ছুটে চলছেন তারা। খেটে খাওয়া এসব মানুষজন ভাড়ার ফাঁকে সময় পেলেই গাছের ছায়ায় জিরিয়ে নিচ্ছেন। আবার কেউ রিকসায় বসেই ঘুমাচ্ছেন। এমনকি প্রচণ্ড গরমের প্রভাবে বাড়তি ভাড়াও হাঁকাচ্ছেন তারা।
জামান / জামান

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু
