গজারিয়ায় গৃহ ও ভূমিহীনদের প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিতরণ
বৃহস্পতিবার (২১ জুলাই) মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গজারিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে সকাল ৯টা ৩০ মিনিটে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর উপহার হিসেবে তৃতীয় পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।
সারাদেশে ২৬ হাজার ২৯৯টি গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর ঘর উপহার। গৃহহীন ও ভূমিহীনদের মাঝে এ ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করেন তিনি।
গজারিয়া উপজেলার ৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর বিতরণ করা হয়। গজারিয়া উপজেলার ৩য় পর্যায়ের ২য় ধাপে ভূমিহীন-গৃহহীনের জন্য জমির মালিকানাসহ এ ঘর নির্মাণ করা হয়। এ ধাপে ২৬ হাজার ২২৯টি পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর।
গজারিয়া উপজেলা প্রান্ত থেকে অনুষ্ঠানে যুক্ত হন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী এবং গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি, বিদায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা ইয়াসমিন সুলতানা, সদ্য যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিএম রাশেদুল ইসলাম, গজারিয়া থানার ওসি (অপারেশন) মুক্তার হোসেন, বীরপ্রতীক রফিকুল ইসলাম কমান্ডার, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মহসিন চৌধুরী, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা শফিউল্লাহ শফি, ইমামপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু, গজারিয়া উপজেলা সকল দপ্তরের কর্মকর্তাসহ উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এমএসএম / জামান