চন্দনাইশে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ‘ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। আজ রোববার (২৪ জুলাই) উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা ভিডিও কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ আবদুল জব্বার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী। স্বাগত বক্তব্য রাখেন মো. হাসান আহসানুল কবির।
আক্তার সানজিদা জাফর পপির সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা রুমা ভট্টাচার্য, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমরান হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা রূপেন চাকমা, উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, যুব উন্নয়ন কর্মকর্তার আ ন ম ছালেহ উদ্দিন, উপজেলা আ'লীগের সহ-সভাপতি মাস্টার আহসান ফারুক, সমন্বয়কারী (এবাএখা) ও চট্রগ্রাম দক্ষিণ জেলা মহিলা আ'লীগের দপ্তর সম্পাদক সঞ্চিতা বড়ুয়া, সাঙ্গু ফার্ম অ্যান্ড এগ্রোভেট ডিরেক্টর মোসলেহ উদ্দিন হোসাইন রাসেল প্রমুখ। পরে মাছ চাষে বিশেষ অবদানের জন্য তিন মৎস্য চাষিকে সম্মামনা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।
এমএসএম / জামান