ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

কমলগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের বাস সার্ভিস বন্ধ থাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভূক্ত শিক্ষার্থীদের ভোগান্তি


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২৭-৭-২০২২ দুপুর ৩:৪৮
কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভূক্ত শিক্ষার্থীদের জন্য বরাদ্ধকৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের বাসটি জ্বালানী তেল ও চালকের বেতন বরাদ্ধ না থাকায় ২০১৭ সাল থেকে বন্ধ রয়েছে। বাসটি প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকায় চা শ্রমিকসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা নিয়মিত কলেজেগুলোতে ক্লাস করতে পারছেন না। এতে অর্থাভাবে অনেক শিক্ষার্থী ঝড়ে পড়ছে।
জানা যায়,তৎকালীন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক কমলগঞ্জ গণ মাহাবিদ্যালয় ও আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ পরিদর্শন করেন। এ সময় এ দুটি শিক্ষা প্রতিষ্ঠানে সীমান্তবর্তী এলাকার চা বাগানসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভূক্ত শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিত কম দেখতে পান। তখন তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভূক্ত শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ খুঁজতে গিয়ে জানতে পারেন প্রতি শিক্ষার্থীর কলেজে আসা যাওয়ার ভাড়া বাবত প্রতিদিন খরচ হয় ৮০ থেকে ১২০ টাকা। এই খরচ বহন করে বেশির ভাগ শিক্ষার্থী নিয়মিত ক্লাস করতে অক্ষম। পরে তিনি সীমান্তবর্তী এলাকার চা শ্রমিকসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভূক্ত শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাসের জন্য আবেদন করেন। তার এ আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের ১৭ জুন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভূক্ত শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বাস উপহার দেন। তখন কমলগঞ্জে ছিলো ভয়াবহ বন্যা। বন্যার ক্ষত কেটে যাওয়ার পর ২০১৮ সালের ১৯ জুলাই আনুষ্ঠানিকভাবে বাস সার্ভিসের উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি। এ সময়ে গাড়ির জ্বালানী তেল আর চালক হেলপারের নামে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অর্থ বরাদ্ধ দেওয়া হতো কমলগঞ্জের ইউএনও অফিসে। সেখান থেকেই গাড়ির জ্বালানী অর্থ আর চালক হেলপারের বেতন দেওয়া হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমলগঞ্জের সীমান্ত এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভূক্ত কলেজ শিক্ষার্থীদের জন্য বাস উপহার দেওয়ার পর কমলগঞ্জের দুটি কলেজে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের উপস্থিতি বেড়ে যায়। বাস সার্ভিস চালু থাকা অবস্থায় ২০২০ সালের মার্চে করোনাকালিন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে বাস সার্ভিসটিও সাময়িক বন্ধ হয়। এমতাবস্থায় ২০২০ সালের নভেম্বরে বাসের জ্বালানী আর চালক হেলপারের নামে হঠাৎ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বরাদ্ধ বন্ধ হয়ে যায়। তারপর থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভূক্ত কলেজ শিক্ষার্থীদের স্বল্প খরছে যাতায়াত করা বাসটি বন্ধ হয়ে যায়। বর্তমানে বাসটি উপজেলা পরিষদ প্রাঙ্গনে পড়ে রয়েছে।
কমলগঞ্জের ইসলামপুর ও মাধবপুর ইউনিয়নের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভূক্ত কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা বলেন, আমাদের যাতায়াত খরচ চিন্তা করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি বাস উপহার দেওয়া হয়েছিল। কিন্তু করোনার পর থেকে হঠাৎ করে বাস বন্ধ করে দেওয়া হয়েছে। যাতায়াত সুবিধা না থাকার কারনে আমরা নিয়মিত কলেজে আসতে পারিনা। প্রতিদিন আমাদের ১০০ থেকে ১৫০ টাকা যাতায়াত খরচ লাগে। বাস সার্ভিসটি আবার চালু করার দাবি জানান এসকল শিক্ষার্থীা।আব্দুর গফুর চৌধুরী মহিলা কলেজের শিক্ষার্থী স্নিকধা সিনহার বাবা সত্যবান সিংহ বলেন, প্রধানমন্ত্রী কর্তৃক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভূক্ত শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রী একটি বাস উপহার দিয়েছিলেন। কিন্তু রহস্যজনক কারণে বাসটি বন্ধ করে দেওয়া হয়েছে। যাতায়াত খরচের কারণে গত দেড় বছরে অনেক সন্তানকে কলেজে পড়ানো বন্ধ করে দিয়েছেন। বাস সার্ভিস চালু না করলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভূক্ত অনেক শিক্ষার্থী ঝড়ে পড়বে। 
আলাপকালে বাস চালক বিপ্লব সিংহ বলেন, ২০২০ সালের করোনাকালিন সময়ে বাস সার্ভিসটি সাময়িক বন্ধের পর একই বছরের নভেম্বরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অর্থ বরাদ্দ বন্ধ করে দেওয়া হয়। এর পর থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভূক্ত শিক্ষার্থীর জন্য প্রধানমন্ত্রীর উপহার বাস সার্ভিসটিও বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন সাংবাদিকদের বলেন, গাড়ি চালকের বেতন আর জ্বালানীর বরাদ্দ না থাকার কারনে বাস সার্ভিসটি বন্ধ রয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভূক্ত শিক্ষার্থীর স্বার্থে বিকল্প উপায় কিছু দিনের মধ্যে আবার বাস সার্ভিসটি চালু করা হবে।

এমএসএম / এমএসএম

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত