১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো নরসিংদী জেলা ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘর কবি সুফিয়া কামাল মিলনায়তনে, ২৬ জুলাই মঙ্গলবার সন্ধ্যা সাতটায় নরসিংদী জেলা ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের শিল্প মন্ত্রী আলহাজ্ব এ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, নরসিংদী জেলা ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধক ও 'জাগরণ' নামের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করে ঢাকা জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শহীদুল ইসলাম, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সচিব মো.মামুন-আল-রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ সংবাদ সংস্থা পরিচালনা পরিষদের সভাপতি আ আ ম স আরেফিন সিদ্দিকি, বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মানজারুল মান্নান, এ সময় এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ মোখলেছুর রহমান তার বক্তব্যে বলেন নরসিংদী জেলা ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সুচনালগ্ন থেকে অদ্যাবধি যাদেরকে পাশে পেয়েছি তাদের সম্বন্ধে সকলের জানা দরকার। ২০১১ সালের আগস্ট/ সেপ্টেম্বর মাসের কোন একদিন ক'জন নরসিংদী বাসী ব্যাংকাররা অফিস শেষে শান্তিনগরে এক চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলাম, কর্মক্ষেত্রের পরিবেশ শৃঙ্খলা নানাবিধ সুবিধা-অসুবিধার চিত্রগুলি আড্ডার মূল উপজীব্য হিসেবে স্থান পেয়েছিল। মূলত সেখান থেকেই এ আঞ্চলিক পেশাজীবী সংগঠনের গোড়া পত্তন ঘটে। এরপর থেকে আমি সহ আরও অনেকে বহুবার একত্রিত হয়েছি অনেক আলোচনার পর শেষ পর্যন্ত নরসিংদী জেলাবাসী ব্যাংকারদের নিয়ে একটি পেশাজীবী সংগঠন গঠনের ব্যাপারে ঐক্যমতে পৌঁছায় ৩ অক্টোবর ২০১১ তারিখে নরসিংদী জেলা ব্যাংকার্স এসোসিয়েশন ঢাকা, নাম দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় আমাদের।
এ সংগঠন করতে গিয়ে যাদেরকে সব সময় কাছে পেয়েছি যাদের অক্লান্ত শ্রম মেধা শক্তি ও সাহস আমাদেরকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা যুগিয়েছে তাদেরকে জানাই অভিনন্দন। কিছুদিন পর এক সাধারণ সভায় জনাব এ কে এম শাহজাহানকে সভাপতি ও আমাকে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদী প্রথম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
কার্যনির্বাহী কমিটির তৃতীয় সভায় ওয়েলফেয়ার শব্দটি" সংযোজিত" করে সংগঠনের নতুন নামকরণ করা হয়। নর্সিংদি জেলা ব্যাংকার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন, ঢাকা। ২৯ মার্চ ২০১৩ খ্রিস্টাব্দ তারিখে সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। আমাদের মেয়াদ শেষ হওয়ার পর ২০১৪ সালে আবার কমিটি গঠন করা হয় এতে সভাপতি নির্বাচিত হন বেসিক ব্যাংকের এমডি মোহাম্মদ রফিকুল আলম,সাধারণ সম্পাদক হন সোনালী ব্যাংকের জিএম মো. সাইদুর রহমান, দীর্ঘ ৮ বছর ওনারা দায়িত্ব পালন করেন । এরপর এজিএম এর মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হয় এই নির্বাচন কমিশন আবার আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পণ করেন। সাধারণ সম্পাদক হিসেবে আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট আছি। মোহাম্মদ মোখলেছুর রহমান সংগঠনের ১০ বছর পূর্তি উপলক্ষে আনুষ্ঠানে আগত সকলকে উদ্দেশ্য করে বলেন আমাদের আয়োজনে কোন ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রাইম ব্যাংক লিঃ এর পরিচালক আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম মোল্লা, মিডল্যান্ড ব্যাংক লিঃ এর পরিচালক মো. হেলাল উদ্দিন, ব্যাংক এশিয়া লিঃ এর পরিচালক ও বাংলাদেশ ব্যাংক এর সাবেক ডেপুটি গভর্ণর মো. আবুল কাশেম, বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগের যুগ্ম সচিব সাহানা, সহ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে এম শাহজাহান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিটিজেন্স ব্যাংক পিএলসি এর সিএফও ও নরসিংদী জেলা ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম।
এমএসএম / এমএসএম
তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত
ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত
কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত
পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম
ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে
উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ
হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার
ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা
Link Copied