কয়রায় সংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ
ধর্মান্ধতার গোঁড়ামি থেকে জাতিকে আলোর পথে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার
আওয়ামী সরকারের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ এমপি মঙ্গলবার (২ আগস্ট) খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের কয়রা আমাদী ইউনিয়নের মসজিদ কুঁড় মসজিদ পরিদর্শন ও মতবিনিময় করেন। মঙ্গলবার দুপুর ১২টায় আমাদী ইউনিয়ন পরিষদের আয়োজনে মসজিদ কুঁড় মসজিদ প্রাঙ্গণে স্থানীয় ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
তিনি বলেন, ধর্মান্ধতার গোঁড়ামি থেকে জাতিকে আলোর পথে ফিরিয়ে আনতে বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ধর্মীয় উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। বঙ্গবন্ধু জাতি-ধর্ম-গোত্র-নির্বিশেষে একজন অসাম্প্রদায়িক মানবিক গুণসম্পন্ন রাষ্ট্রনায়ক ছিলেন। গনতন্ত্রের মানস কণ্যা শেখ হাসিনা টেকনাফ থেকে তেঁতুলিয়া, পূর্বাশা থেকে থানচি মানুষের ভাগ্যোন্নয়নের পাশাপাশি উপযুক্ত ধর্মীয় শিক্ষা এবং ধর্ম চর্চার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। সুন্দরবনসংলগ্ন প্রাকৃতিক দুর্যোগপ্রবণ কয়রা নেত্রীর উপকূলবাসীর প্রতি অকৃত্রিম ভালোবাসার নিদর্শন।
তিনি আরো বলেন, পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি থেকে উঠে আসা কয়রা-পাইকগাছার উন্নয়নের কারিগর সাংসদ আখতারুজ্জামান বাবু মসজিদ কুঁড় মসজিদ সংলগ্ন পর্যটন কেন্দ্র নির্মাণের অনুরোধ করছেন। আমি এটা নেত্রীসহ ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আগামী ২ মাসের মধ্যে পর্যটন কেন্দ্র নির্মাণের কাজ শুরু করারও আশ্বাস দেন।
বিশেষ অতিথি এমপি আখতারুজ্জামান বাবু বলেন, আমাদের প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শকে প্রতিষ্ঠিত করতে তাহাজ্জুদের নামাজ শেষে ফরজের নামাজ আদায় করে মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের পরিশ্রম শুরু করেন। মানুষের মাঝে ধর্মীয় সুষ্ঠু শিক্ষা বাস্তবায়ন, প্রচার ও প্রসারের জন্য সারাদেশে মসজিদ, ইসলামী শিক্ষালয় নির্মাণ করে চলেছেন। খুলনা শহর থেকে দূরবর্তী কয়রা উপজেলায় নেত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড মজবুত করতে কাজ করছি। সাংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ মহোদয়ের কাছে অনুরোধ, মসজিদ কুঁড় মসজিদ সংলগ্ন কয়রায় ধর্মীয় শিক্ষা-দীক্ষার এবং নেত্রীর ধর্মীয় মহত্ত্বকে মানুষের মধ্যে ফুটিয়ে তুলতে পর্যটন কেন্দ্র নির্মাণ জরুরি।
তিনি আরও বলেন, জামায়াত-বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিলোকয়রা-পাইকগাছা। এখন সেটি বঙ্গবন্ধুর মানসকন্যা শেখ হাসিনার ঘাঁটি। আমরা নেত্রীর মানবিকতা, ধর্মভীরুতা এবং সুষ্ঠু ধর্মীয় শিক্ষা ছড়িয়ে দিয়ে নেত্রীর হাতকে আরো শক্তিশালী করতে চাই।
এ সময় আমাদী ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েলের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মল দাসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজা, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম শফিকুল ইসলাম, পাইকগাছা পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মুনিম লিংকন, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম এস দোহা (বিপিএম), ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, আ. সামাদ গাজী, আলহাজ মো. আব্দুল্লাহ আল মাহমুদ, প্রভাষক শাহনেওয়াজ শিকারী, আলহাজ সরদার নুরুল ইসলাম, মো. আছের আলী মোড়ল।
আরো উপস্থিত ছিলেন- খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়, কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মণ্ডল, কৃষক লীগের আহ্বায়ক প্রভাষক শাহাবাজ, খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী, কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রকিব, আক্তারুল ইসলাম, জেডএম হুমায়ুন কবির নিউট প্রমুখ।
অনুষ্ঠানে কয়রা উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট
পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান
আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল
হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা
শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি
বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত
গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী
চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ