ডামুড্যা আমেরিকা প্রবাসী উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
‘বৃক্ষপ্রাণে প্রকৃতি প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’, ‘অন্তত ১টি করে গাছের চারা রোপণের আহ্বান প্রধানমন্ত্রীর’ স্লোগানকে সামনে নিয়ে ‘দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি’ স্লোগান ধারণ করে কনেশ্বর ইউনিয়নের আতলাকুড়ি গ্রামের আমেরিকা প্রবাসী হাবিবুর রহমান মোল্যার উদ্যোগে কনেশ্বর ইউনিয়নের ১২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর জন্য ৫টি করে মোট ৯ হাজার ২০০টি গাছ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর ১টায় কনেশ্বর ২৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডামুড্যা উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন মাঝি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান,ডামুড্যা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, এসময় উপস্থিত ছিলেন কনেশ্বর এসসি এডওয়ার্ড ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন মাঝি,ডামুড্যা উপজেলার সহকারী শিক্ষা অফিসার নজরুল ইসলাম, ফারুক আলম, বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লা হাওলাদার,নুরুল হক হাওলাদার, ২৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপ্রতি মিজান মাদবর,আমরা মুক্তিযোদ্ধা সন্তান উপজেলার সভাপতি ও ডামুড্যা সহকারী প্রাথমিক সমিতির সভাপতি আওলাদ হোসেন, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল ,কবির খান, আক্তার খান, ২৮ নং কনেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা ইয়াসমিনসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ প্রমুখ।
ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান বলেন, কনেশ্বর আতলাকুড়ি গ্রামের আমেরিকা প্রবাসী হাবিবুর রহমান মোল্যার উদ্যোগে কনেশ্বর ইউনিয়নের ১২ টি প্রাইমারি স্কুলে প্রায় ৯২০০ টি বৃক্ষরোপন করছি। আগামীতে সুন্দর এবং সবুজ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই কর্মসূচি মাইলফলক হয়ে থাকবে।
ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন মাঝি বলেন, গাছ আমাদেরকে যেমন অক্সিজেন দেয়, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা করে। পরিবেশকে সুন্দর ও ভারসাম্যপূর্ণ রাখতে সবাইকে বৃক্ষরোপন ও পরিচর্যার প্রতি গুরুত্ব দিতে হবে।
এমএসএম / জামান