ঢাকা বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

পঞ্চগড়ে প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে শেখ কামালের জন্মদিন পালিত


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৫-৮-২০২২ বিকাল ৬:২৭
শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড় জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি নাঈমুজ্জামান মুক্তার উদ্যোগে আজ ৫ই আগস্ট পঞ্চগড় চিনিকল মাঠে বিকাল ৪ টায় এমন সৃজনশীল আয়োজন করে পঞ্চগড় পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ।
 
প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহন করে বোদা উপজেলা ফুটবল একাডেমি ও পঞ্চগড় ফুটবল একাদশ। খেলার পূর্বে সেতারে রাগ কাফি ও মিশ্র পিলু রাগের ধ্বনী পরিবেশন করেন রংপুর বেতারের শিল্পী মোঃ আহসান হাবিব হারামাইন, তবলায় সঙ্গত করেন ঠাকুড়গাঁও বেতারের রাজেশ রায়, তানপুরায় সঙ্গত করেন সাগর চন্দ্র বর্মণ।
 
পঞ্চগড় পৌরসভা’র ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হাসান মাহাবুব আলম হাসনুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে নাঈমুজ্জামান মুক্তা বলেন-
 
“সঙ্গীতপ্রেমী, দক্ষ সংগঠক, ক্রিকেটার, মুক্তিযুদ্ধের সময় জেনারেল ওসমানীর এডিসি, ক্রীড়া, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে সব্যসাচী ব্যাক্তিত্ব, আবাহনী ক্রীড়াচক্র ও স্পন্দন শিল্পীগোষ্ঠী’র প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালকে ঘাতকরা কেবল হত্যা করেই ক্ষান্ত হননি পাকিস্তানের পরাজিত শক্তি জামাত এবং তাদের দোসর বিএনপি দীর্ঘদিন এমন একজন গুণীজনের চরিত্র হনন করে আসছে। 
 
যেই শেখ কামাল আবাহনী ক্রীড়াচক্র  গড়ে তুলেছেন, দেশের প্রথম পপ তারকা ফিরোজ সাঁই, ফেরদৌস ওয়াহিদের নিয়ে দেশের প্রথম ব্যান্ড দল স্পন্দন গড়ে তুলেছেন, মঞ্চে যিনি গুণী অভিনেত্রী ফেরদৌসি মজুমদার, ডলি জহুরের সাথে অভিনয় করেছেন, খেলার মাঠে ক্রিকেট ও ফুটবল সমান তালে খেলেছেন, উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিতেন সেই আধুনিক মানুষটিকে আমাদের প্রজন্মের কাছে তুলে ধরতেই আজকের এই আয়োজন।
 
বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা বিভিন্ন ক্ষেত্রে একেক জন উজ্জ্বল নক্ষত্র! শোকাবহ ১৫ আগস্টের সকল শহিদদের স্মরণে আমরা মাসব্যাপী অনুষ্ঠান মালার প্রথম দিন ধাক্কামারা ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু’র কনিষ্ঠ পুত্র শেখ রাসেল স্মরণসভা ও দোয়া মাহফিল আয়োজন করি।দ্বিতীয় দিনে কামাত কাজলদীঘি ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজন করে বীর মুক্তিযোদ্ধা লেঃ শেখ জামাল স্মরণসভা ও দোয়া মাহফিল। তৃতীয় দিন সকাল ৬ টায় তেঁতুলিয়া জিরো পয়েন্ট থেকে টেকনাফ পর্যন্ত খ্যাতনামা ক্রীড়াবিদ সুলতানা কামাল স্মরণে বাইসাইকেল যাত্রা সূচনা হয়। সন্ধ্যায় অমরখানা ইউনিয়ন আওয়ামীলীগের মাধ্যমে পালিত হয় পারভীন জামাল রোজী’র স্মরণসভা ও দোয়া মাহফিল। চতুর্থ দিন পঞ্চগড় পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে পালিত হয় বঙ্গবন্ধু’র ভাই জননেতা শেখ হেলাল এমপি’র পিতা শেখ আবু নাসেরের স্মরণসভা ও দোয়া।
 
আজ পঞ্চম দিন সেতারের মুর্ছনা ও প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল কে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করলাম।”
 
পঞ্চগড় পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আযম পাটোয়ারি লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, কৃষকলীগ,স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

চুরি করে আনা প্রাইভেট কারে ছিল বিপুল পরিমান মাদক

বিগত সরকারের শাসনামলের ১৫ বছর আতঙ্কের ভিতর কাটিয়েছিঃ অভি

ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা খোকন গ্রেফতার

মেডিক্যাল চান্স পাওয়া পাবনার শিক্ষার্থী মেঘলার সব দায়িত্ব নিলেন পাবনার জেলা প্রশাসক

উলিপুরে নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময়

গলাচিপায় নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

মান্দায় ভারতীয় জাল রুপিসহ আ.লীগ নেতা আটক

সিলেটে ২ দিনে ১ কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ

চন্দনাইশে আটককৃত পাহাড়ি সন্ত্রাসীদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

ভুরুঙ্গামারীতে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে দ্রুত পূর্ণাঙ্গ বার্ন হাসপাতাল নির্মাণ ও চিকিৎসায় ভোগান্তি বন্ধে মানব বন্ধন

আপনারা নির্বাচনের ব্যবস্থা করতে না পারলে, যারা পারবে তাদের পথ সুগম করেন: দুদু

খানসামায় নদীর বালু হরিলুট করছে ইউপি সদস্য