খুলনা নগরীতে পিটিয়ে আহত যুুবকের মৃত্যু

পূর্বশত্রুতার জের ধরে খুলনা মহানগরীর খানজাহান আলী থানা এলাকায় লিওন শেখ নামে (১৮) এক যুবককে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনার তিন দিন পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ১২ জনের নামোল্লেখ করে সংশ্লিষ্ট থানায় মামাল হয়েছে।
পুলিশের সূত্র জানায়, মহানগরীর খানজাহান আলী থানাধীন মীরেরডাঙ্গা টিবি হাসপাতাল রোডস্থ এলাকার বাসিন্দা মৃত আব্দুস সোবহান শেখের ছেলে লিওন শেখ গত ২ আগস্ট দুপুর আড়াইটার দিকে দৌলতপুর থানাধীন সেনপাড়া আনসার সোলার মিল রোডস্থ বৌবাজার কালভার্ট সংলগ্ন এলাকায় পৌঁছামাত্র পূর্ব থেকে ওতপেতে থাকা সন্ত্রাসীরা তার গতিরোধ করে। তারা দা, লোহার রড, হাতুড়ি ও লাঠিসোঠা দিয়ে তাকে বেধড়ক মারপিট করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১২টা ৩০) লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ছিল।
এদিকে, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ১২ জনের নামে মামলা হয়েছে। মামলার আসামিরা হলেন- দৌলতপুর থানাধীন সেনপাড়া আনসার সোলার মিল রোডস্থ এলাকার বাসিন্দা রাশেদের ছেলে সালাউদ্দিন, সেলিম পাটোয়ারির ছেলে আলাউদ্দিন পাটোয়ারি, শহিদের ছেলে মানিক, শহিদুলের ছেলে মামুন, আব্দুল মান্নানের ছেলে লিটন, আক্কাসের ছেলে সাব্বির, আফজালের ছেলে শাহিন, মতির ছেলে পঙ্কজ, আকবারের ছেলে আকাশ, বাবুলের ছেলে স্বাধীন, ইসহাকের ছেলে লিমন ও মোস্তফার ছেলে রনি।
মামলার তদন্ত কর্মকর্তা লুৎফুল হায়দার বলেন, পূর্বশত্রু“তার জের ধরে লিওন শেখ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
এমএসএম / জামান

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর ফ্যাসিবাদ জন্ম হবে না: শওকত হোসেন সরকার

পাটগ্রামে বিশ্ব দৃষ্টি দিবস পালন

টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের আয়োজনে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিরাপদ পানি, স্যানিটেশন, হাইজিন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় সাংবাদিক রফিকুল ইসলাম কালভীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বাউফলে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে বাজারের ইজারা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সন্ত্রাসী হামলায় ৫ পুলিশসহ আহত ৬, গ্রেপ্তার ৩

নওগাঁয় মামলা তদন্তে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

টিএইচই র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

আনোয়ারায় মোবাইল কোর্ট অভিযান,তিন মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকা দান ক্যাম্পেইন ও সাংবাদিক ওরিয়েন্টেশন

রাজশাহী সড়ক-জনপথে কর্মচারীদের জনসংযোগ
