বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ গঠিত
চট্টগ্রামের হাটহাজারীতে বিভিন্ন সমস্যা নিরসন এবং পেশাগত স্বার্থে সাংবাদিকদের বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ গঠিত হয়েছে। গতকাল শনিবার (৬ আগস্ট) রাতে হাটহাজারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ গঠিত হয়। সভায় হাটহাজারীর প্রত্যেক সাংবাদিক সংগঠনের প্রতিনিধি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিনিয়র সাংবাদিক আসলাম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। সভায় দৈনিক ইনকিলাব ও চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি আসলাম পারভেজ সভাপতি, দৈনিক যায়যায়দিন ও ইনফো বাংলার প্রতিনিধি মো. বোরহান উদ্দীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি ন ম জিয়াউল হক চৌধুরী (দৈনিক সংবাদ), সহ-সভাপতি যথাক্রমে বাবলু দাশ (ভোরের কাগজ), জাহেদ মঞ্জু (মুক্ত খবর), মোহাম্মদ আলী (সমকাল), যুগ্ম সম্পাদক উজ্জ্বল নাথ (প্রতিদিনের সংবাদ), সহ-সম্পাদক আরাফাতুল ইসলাম (স্বাধীন সংবাদ), সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন (সিপ্লাস টিভি), সহ-সাংগঠনিক সম্পাদক সুমন পল্লব (দৈনিক সকালের সময়, বাংলাধারা )অর্থ সম্পাদক মো. আবু সাহেদ (দৈনিক মানবজমিন), সহ-অর্থ সম্পাদক কুতুব উদ্দীন (ভোরের দর্পন), প্রচার সম্পাদক মো. আবু নোমান (দৈনিক জনবাণী), সহ-প্রচার সম্পাদক মো. ওসমান গণি (দৈনিক তৃতীয় মাত্রা), দপ্তর সম্পাদক মো. আবুল মনসুর (দৈনিক অধিকার), সমাজ কল্যাণ সম্পাদক আসাদুজ্জামান শাকিল (দৈনিক সরেজমিন বার্তা), সাংস্কৃতিক সম্পাদক গিয়াস উদ্দীন (এশিয়ান টিভি), ক্রীড়া সম্পাদক মো. জাহেদুল আলম (দৈনিক শাহ আমানত), আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মো. জাসেদুল ইসলাম (ইনফো বাংলা ইউএই প্রতিনিধি), সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নুর মালেক, ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ জামসেদ, নির্বাহী সদস্য শ্যামল নাথ (সংবাদ প্রতিদিন), মুহাম্মদ জাহাঙ্গীর আলম (কালের কণ্ঠ)।
হাটহাজারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম এ বাশার নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন।
এমএসএম / জামান