বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পত্নীতলায় বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন
নওগাঁর পত্নীতলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যাদায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে র্যালি, আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ ও অসহায় দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সোমবার সকালে উপজেলা হলরুমে বিভিন্ন কর্মসূচির আয়োজন মালায় উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফফার।
এ সময় বিশেষ অতিথি ও অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ (রাহাদ), মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্, জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা জিন্নাহ্ ঝর্না, সুশীল সমাজ, বিভিন্ন পর্যায়ের সুধীজন প্রমুখ।
জামান / জামান