সার ডিজেলের মূল্য বৃদ্ধিতে দিশেহারা কৃষক

দীর্ঘ অপেক্ষার পর আমন চাষে মাঠে ফিরেছে ফুলছড়ি উপজেলার চাষীরা। বর্ষার ভরা মৌসুমেও তেমন বৃষ্টিপাত না দেখায় আমন বাঁচাতে কৃষক হাতে নিয়েছে সম্পুরক সেচ। অপরদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেল ও সারের দাম। এতে কঠিন পরিস্থিতির মুখোমুখি চাষী। এ অবস্থায় নতুন করে দুশ্চিন্তায় ফেলেছে ডিজেলের দাম বৃদ্ধি। হাল চাষ ও সেচ দিতে গুনতে হচ্ছে বাড়তি খরচ। বস্তা প্রতি ৩শ টাকা বেড়েছে ইউরিয়া সারের দাম। বাজারে মিলছে না কীটনাশক টিএসপিসহ অন্যান্য সারও। উৎপাদন ব্যায়ে হিমসিম খেতে হচ্ছে কৃষকদের। বছর ঘুরে আসতে না আসতেই আমন চাষে খরচ বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণের বেশী। এ অবস্থা চলতে থাকলে উৎপাদনে লোকশান গুনতে হবে চাষীদের।
সরেজমিনে ফুলছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে জানা গেছে, প্রতি বছর আমন মৌসুমে বৃষ্টির পানিতে চারা রোপন করে থাকে চাষীরা। এবছরের চিত্র উল্টো। কোথায় স্যালো ম্যাশিনের মাধ্যমে সেচ দেয়া হচ্ছে। আবার কোথাও সেচ অভাবে জমি ফেটে চৌচির হয়ে গেছে। আবার কোথাও সেচের জন্য ব্যবহার করা হচ্ছে বৈদ্যুতিক যন্ত্রের। কোন কোন জমিতে সার প্রয়োগের উপযুক্ত সময় হলেও বাজারে মিলছে না সার। চড়া দামে সার কিনতে হিমশিম খাচ্ছে চাষীরা। আবার সারের জন্য ধরনা ধরতে হচ্ছে ডিলার কিংবা খুচরা ব্যবসায়ীদের কাছে।
ফুলছড়ি উপজেলা সদরে উদাখালী ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামের কৃষক মাসুম মিয়া বলেন,আট বিঘা জমিতে স্যালোর পানিতে আমনের চারা রোপন করা হয়েছে। এখন যে তেলের দাম। কিভাবে তেল কিনি। বাজারে গেলে সার পাওয়া যায় না। সব ধরনের সারের দাম বাড়ানো হয়েছে।বাজারে সারও পাওয়া গেলেও সংকট দেখা দিয়েছে। তবে যেভাবে খরচ হয়চ্ছে সেই ভাবে যদি ধানের দাম না পাওয়া যায়।অনেক লোকসান হবে আমাদের।
কালির বাজারে খুচরা সার ব্যবসায়ী কাদের মিয়া বলেন,আমার কাছে মাত্র কয়েক বস্তা সার ছিলো। তা পূর্বের দামে বিক্রয় হয়েছে গেছে। এখন সার পাচ্ছি না,কৃষকরা দোকানে এসে ফেরত যাচ্ছে। আমি ডিলারদের কাছ থেকে ফেরত আসতেছি। তারা নাকি এখনও নতুন দামের সার আনে নাই।
উত্তর বুড়াইল গ্রামের বর্গাচাষী আলামিন মিয়া বলেন, জ্বালানি তেল ও সারের দাম বৃদ্ধিতে চরম অস্থিরতা সৃষ্টি হয়েছে। উৎপাদন ব্যায়ে হিমসিম খেতে হচ্ছে। বছর ঘুরে আসতে না আসতেই আমন চাষে দ্বিগুণ খরচ বেড়ে দাঁড়িয়েছে। এ অবস্থা চলতে থাকলে উৎপাদনে লোকশান গুনতে হবে। সব থেকে বেশি মার খাই আমরা বর্গা চাষীরা। কখনো উৎপাদনে মার খাই আবার কখনো দামে। সরকারের প্রণোদনা থেকে বঞ্চিত হতে হয়। যারা প্রকৃত কৃষক নয় তারা ভর্তুকি পায়, তারাই সরকারের বিভিন্ন প্রণোদনা পায়। কিন্তু আমরা কিছুই পাই না।
বাংলাদেশ ফাইটিলাইজার এসোসিয়েশনের গাইবান্ধা ইউনিটের সভাপতি বলেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আমরা পুরাতন সার পূর্বের দামে বিক্রি করছি। আর যারা নতুন সার সংগ্রহ করেছে তারা নতুন দামে কিনেছে। তবে পর্যাপ্ত সার থাকার কৃষকদের সমস্যা হবে না মনে হচ্ছে। তাছাড়া অহেতুক সার প্রয়োগ বন্ধ হবে। তবে সারের দাম বৃদ্ধির কারণে হয়তো একটু উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। ফসলের ন্যায্য মূল্য পেলে হয়তো কৃষক খরচ পুষিয়ে নিতে পারবে।
গাইবান্ধা ও ফুলছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানাযায় এ মৌসুমে শুরু থেকে বৃষ্টিপাত কম হয়েছে। আমরা চাষীদের উদ্বুদ্ধ করেছি সম্পূরক সেচের আওতায় আনতে। এবছর জেলায়। ১ লাখ ৩০ হাজার ১শ ২৬ হেক্টর ও ফুলছড়ি উপজেলা ৫হাজার ২৬০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষমাত্রা ধরা হয়েছে। ইতোমধ্যে ৯০ভাগ জমিতে বৃষ্টির পানি ও সম্পূরক সেচের মাধ্যমে আমনের চারা রোপন করা হয়েছে। বাকি জমিতেও আশা করছি আমনের চারা রোপন করা হবে। বর্তমানে সারের ও জ্বালানির দাম বৃদ্ধিতে কৃষক কিছুটা হতাশ হয়েছে। আমরা ডিলারদের কাছে যাচ্ছি যাতে তারা সারের দাম বেশি নিতে না পারে। তাছাড়াও চাষীদের কপোষ্ট সার ব্যবহারের নির্দেশও দিচ্ছি। তাছাড়া অহেতুক চাষীরা রাসায়নিক সার প্রয়োগ করে জমি ফসল উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলে। সারের দাম বৃদ্ধিতে কৃষক কম করে রাসায়নিক সার ব্যবহার করতে। এতে পূর্বের তুলনায় উৎপাদন বাড়বে বলে আমি মনে করি।
এমএসএম / এমএসএম

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা

'মাছে ভাতে বাঙালি' প্রবাদটি বর্তমানে শুধুমাত্র বইপুস্তকেই সীমাবদ্ধ

তালায় বিএনপি'র ত্যাগী ও পরীক্ষিত এক যোদ্ধার নাম আব্দুর রকিব সরদার

অপরিকল্পিত সড়ক নির্মাণে জলাবদ্ধতায় শত একর জমি চাষের অনুপযোগী

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

বরিশালের বাকেরগঞ্জ নিয়ামতি ইউনিয়নে বিএনপি'র পথসভা অনুষ্ঠিত

মাদকমুক্ত টুঙ্গিপাড়া গড়বঃ নবাগত ওসি

ফলন বিপর্যয়ের শঙ্কা" তানোরে আমন খেতে সাতরা পোকার আক্রমণ

কুমিল্লার মহাসড়ক দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ঈশ্বরদীতে মৎস্য পোনা অবমুক্ত করণ করা হয়েছে

লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণীর শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

মাতাশমঞ্জিল মুক্ত খেলাঘরের উন্নয়নকল্পে ১ লক্ষ টাকা অনুদান দিলেন ছাত্রনেতা শামীম হোসেন
