আগামীকাল থেকে দেশের সকল চা বাগান অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা

চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আগামীকাল শনিবার (১৩ আগস্ট) থেকে বাংলাদেশের সকল চা বাগানে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন।
জানা গেছে, চা-শ্রমিক ইউনিয়নের সঙ্গে চা-বাগানের মালিকপক্ষের সংগঠন বাংলাদেশীয় চা-সংসদের করা চুক্তি অনুযায়ী চা-শ্রমিকদের মজুরিসহ অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণ করা হয়। দুই বছর পরপর এ চুক্তি নবায়নের কথা। সর্বশেষ ২০১৯ সালের ১ জানুয়ারি দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদন করা হয়। ওই চুক্তিতে শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা নির্ধারণ করা হয়েছিল। পরে আর নতুন করে চুক্তি হয়নি। সম্প্রতি চা-শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা করে চা-সংসদ মজুরি ১৪ টাকা বৃদ্ধির প্রস্তাব দেয়। কিন্তু শ্রমিকনেতারা এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন। শ্রমিকদের মজুরি ৩০০ টাকা করার দাবি জানান তাঁরা। চা শ্রমিকদের বর্ধিত মজুরি নির্ধারণসহ অন্যান্য দাবিদাওয়া পূরণের বিষয়ে গত ১ আগস্ট চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বাংলাদেশীয় চা-সংসদের কাছে চিঠি দেওয়া হয়। চিঠিতে দাবি মেনে নিতে ৭ দিনের সময়সূচি বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু এ সময়ের মধ্যে দাবি না মানায় সংগঠনের পক্ষ থেকে কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ডাকে গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার এই তিন দিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করে চা বাগানের শ্রমিকরা। দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সংগতি রেখে চা শ্রমিকদের মজুরি ১২০ থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে প্রতিটি চা বাগানে দুই ঘন্টা করে চা শ্রমিকরা কর্মবিরতি পালনের পর বৃহস্পতিবারে শ্রম দপ্তরের কর্মকর্তাদের সাথে বৈঠকে বসে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। বৈঠক সূত্রে জানা যায়,শ্রম দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে ফলপ্রসূ আলোচনা না হওয়ায় শনিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন।
জানা গেছে,বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত শ্রীমঙ্গলে শ্রম অধিদপ্তরে চা শ্রমিক ১০ নেতার সঙ্গে শ্রম দপ্তরের আলোচনা ব্যর্থ হলে চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল এ কর্মবিরতির ঘোষণা দেন। বৃহস্পতিবার শ্রম দপ্তরের উপ পরিচালক নাহিদুল ইসলামের দপ্তরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মজুরি বাড়ানোর জন্য আগামী ২৮ আগস্ট পুনরায় আলোচনায় বসার সময় চান শ্রম অধিদপ্তর। কিন্তু সেখানে কোনো মালিকপক্ষ ছিলেন না। ফলে আলোচনা ব্যর্থ হয়। রাতে চা শ্রমিক ইউনিয়ন শনিবার থেকে দেশের সব চা বাগানে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন। শনিবার থেকে দেশের সকল চা বাগানে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করা হলেও শুক্রবার সকালে দেশের সবকটি বাগানর মতো কমলগঞ্জের ২৩টি চা বাগানে ২ ঘন্টা করে কর্মবিরতি পালন করেন সাধারণ চা শ্রমিকরা।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল সাংবাদিকদের বলেন, শ্রম অধিদপ্তর আলোচনার নামে সময়ক্ষেপণ করেছে। তারা আগামী ২৮ আগস্ট ত্রিপক্ষীয় আলোচনার সময় চেয়েছে। কিন্তু আমরা তাতে রাজি হইনি।
শুক্রবার হবিগঞ্জের চুনারুঘাটের বিভিন্ন চা বাগানে ২ ঘণ্টা কর্মবিরতি পালন শেষে এক সমাবেশে দেশের সব চা বাগান একযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা দেন এ শ্রমিক নেতা। শুক্রবার বিকালে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালীর সভাপতি ধণা বাউরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম

আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অবৈধভাবে কানাডা থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা বালু পাপ্পির নিরব চাঁদাবাজি

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন
Link Copied