ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

কমলগঞ্জের চা শ্রমিকরা রাজপথে


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ১৩-৮-২০২২ দুপুর ২:৪
শনিবার (১৩ আগস্ট) সকাল থেকে দেশের ৩৬৫টি চা বাগানে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ডাকে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। চা-শ্রমিক ইউনিয়নের সঙ্গে চা-বাগানের মালিকপক্ষের সংগঠন বাংলাদেশীয় চা-সংসদের করা চুক্তি অনুযায়ী চা-শ্রমিকদের মজুরিসহ অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে আজ সকাল থেকে সাধারণ চা শ্রমিকরা বাগান ছেড়ে রাজপথে নেমেছেন।
 
বাগানে বাগানে আন্দোলন চলায় চা বাগানের ফটকে ঝুলছে তালা। ফ্যাক্টরীতে ঘুরছে না চাকা। দুপুরে মাধবপুর চা বাগানে আয়োজিত শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মনু-দলাই ভ্যালীর সভাপতি ধনা বাউরী, মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান আসিদ আলী, মাধবপুর চা বাগান পঞ্চায়েতের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল মিয়া, শ্রীগোবিন্দপুর চা বাগান পঞ্চায়েত সভাপতি মিলন কুমার নায়েক, মদনমোহনপুর চা বাগান পঞ্চায়েত সাধারণ সম্পাদক অযোদ্ধা কৈরী প্রমুখ। এরআগে দলই চা বাগানে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশ করেন সাধারণ চা শ্রমিকরা।
 
জানা গেছে, চা-শ্রমিক ইউনিয়নের সঙ্গে চা-বাগানের মালিকপক্ষের সংগঠন বাংলাদেশীয় চা-সংসদের করা চুক্তি অনুযায়ী চা-শ্রমিকদের মজুরিসহ অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণ করা হয়। দুই বছর পরপর এ চুক্তি নবায়নের কথা। সর্বশেষ ২০১৯ সালের ১ জানুয়ারি দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদন করা হয়। ওই চুক্তিতে শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা নির্ধারণ করা হয়েছিল। পরে আর নতুন করে চুক্তি হয়নি। সম্প্রতি চা-শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা করে চা-সংসদ মজুরি ১৪ টাকা বৃদ্ধির প্রস্তাব দেয়। কিন্তু শ্রমিকনেতারা এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
 
শ্রমিকদের মজুরি ৩০০ টাকা করার দাবি জানান তাঁরা। চা শ্রমিকদের বর্ধিত মজুরি নির্ধারণসহ অন্যান্য দাবিদাওয়া পূরণের বিষয়ে গত ১ আগস্ট চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বাংলাদেশীয় চা-সংসদের কাছে চিঠি দেওয়া হয়। চিঠিতে দাবি মেনে নিতে ৭ দিনের সময়সূচি বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু এ সময়ের মধ্যে দাবি না মানায় সংগঠনের পক্ষ থেকে কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়।
 
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ডাকে গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার এই তিন দিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করে চা বাগানের শ্রমিকরা। দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সংগতি রেখে চা শ্রমিকদের মজুরি ১২০ থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে প্রতিটি চা বাগানে দুই ঘণ্টা করে চা শ্রমিকরা কর্মবিরতি পালনের পর বৃহস্পতিবারে শ্রম দপ্তরের কর্মকর্তাদের সাথে বৈঠকে বসে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন।
 
বৈঠক সূত্রে জানা যায়, শ্রম দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে ফলপ্রসূ আলোচনা না হওয়ায় শনিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন।

এমএসএম / জামান

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত