বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে দেশ : শহিদুজ্জামান সরকার
নওগাঁর পত্নীতলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজ সোমবার (১৫ আগস্ট) স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে পতাকা উত্তোলন, কালো ব্যজ ধারণ, শহরের সরদারপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, দোয়া-মোনাজাত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ শহিদুজ্জামান সরকার এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফফার।
এ সময় আরো উপস্থিত ছিলেন- পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ (রাহাদ), মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কুবরা লিজা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, জেলা পরিষদের সাবেক সদস্য ফাতেমা জিন্নাহ ঝর্ণা, নজিপুর পৌর কমিটির সভাপতি শহিদুল আলম বেন্টু, আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সুধীবৃন্দ।
এমএসএম / জামান