স্বাধীনতা সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

খুলনা প্রেসক্লাব ও কেইউজের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টুকে পুনরায় সভাপতি এবং প্রেসক্লাব ও কেইউজের সাবেক সভাপতি এসএম জাহিদ হোসেনকে পুনরায় সাধারণ সম্পাদক করে ‘স্বাধীনতা সাংবাদিক ফোরাম’ খুলনার নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। গত রোববার ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিভিন্ন গণমাধ্যম সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় স্বাধীনতা সাংবাদিক ফোরাম খুলনার ৫১ সদস্যবিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
ফোরামের খুলনার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম জাহিদ হোসেনের সঞ্চালনায় সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ঘাতকদের হাতে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী স্থানীয় পত্রিকার সম্পাদকদের মধ্যে বেগম ফেরদৌসী আলী, এসএম নজরুল ইসলাম, মোহাম্মদ আলী সনি, আসিফ করিব, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ এবং এসএম সাহিদ হোসেনকে এ কমিটির উপদেষ্টা করা হয়েছে।
কমিটির অন্য কর্মকর্তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি শেখ আবু হাসান, সহ-সভাপতি ফারুক আহমেদ, মো. সাহেব আলী, মামুন রেজা ও মো. শাহ আলম, যুগ্ম-সম্পাদক মল্লিক সুধাংশু ও মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ নেয়ামুল হোসেন কচি, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, তথ্য ও গবেষণা সম্পাদক বিমল সাহা, আইন বিষয়ক সম্পাদক এড. ফরিদ আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিব উদ্দিন পান্নু, সাংস্কৃতিক সম্পাদক অমিয় কান্তি পাল, সমাজকল্যণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, প্রচার সম্পাদক আলমগীর হান্নান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক এস এম কামাল হোসেন, যোগাযোগ ও ব্যবস্থাপনা সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম তুহিন, প্রশিক্ষণ ও সেমিনার বিষয়ক সম্পাদক শেখ মাহমুদ হাসান সোহেল, পাঠাগার সম্পাদক আবু নুরাইন খোন্দকার, প্রকাশনা সম্পাদক শেখ মো. সেলিম, দপ্তর সম্পাদক দিলীপ কুমার বর্মণ, ক্রীড়া সম্পাদক এস এম ফরিদ রানা, মহিলা বিষয়ক সম্পাদক রীতা রানী দাস।
সদস্যরা হলেন- আহমদ আলী খান, এ কে হিরু, অরুণ সাহা, মোজাম্মেল হক হাওলাদার, মো. আব্দুল হালিম, বাপ্পি খান, বাবুল আক্তার, শেখ লিয়াকত হোসেন, মো. জাহিদুল ইসলাম, মীর মনিরুজ্জামান, মো. আব্দুল হামিদ, শেখ জাহিদুল ইসলাম, আমজাদ আলী লিটন, মিলন হোসেন, এম এম মিন্টু, হাসান আল মামুন, মো. হেলাল মোল্লা ও রাজু সাহা বিপ্লব।
সভায় ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটিকে স্বাগত জানিয়ে বক্তৃতা করেন ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সভাপতি শেখ আবু হাসান ও ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী ও মল্লিক সুধাংশু, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন’র সম্পাদক এস এম সাহিদ হোসেন, কেইউজের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, ক্লাবের সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, সাংবাদিক মোজাম্মেল হক হাওলাদার, বাবুল আক্তার, বিমল সাহা প্রমুখ।
এমএসএম / জামান

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
