ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ডামুড্যায় ভাইরাল প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় জিডি


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ১৯-৮-২০২২ দুপুর ৩:৫২
শরীয়তপুরে দুই সাংবাদিককে হত্যার হুমকির দায়ে ডামুড্যার আলোচিত ভাইরাল প্রধান শিক্ষক "সুজিত কর্মকারের বিরুদ্ধে থানায় জিডি হয়েছে। শুক্রবার ভুক্তভোগী সাংবাদিক আশিকুর রহমান ডামুড্যা থানায় জিডি করেন।জিডি নং ৬৬৪।
 
সম্প্রতি গত কয়েকদিন ধরে ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ৭ম শ্রেনীর শিক্ষার্থীর ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এজাহার সুত্রে জানা যায়,তারপরে গত ১৬ আগষ্ট বিকালে স্থানীয় দুইজন সাংবাদিক বিষয়টি নিয়ে পেশাগত দায়িত্ব পালনের জন্য তথ্য সংগ্রহ করতে যান ঐ স্কুলে। স্কুলের প্রধান শিক্ষকের কাছে অডিও ভাইরালের বিষয় জানতে চাইলে তিনি তথ্য না দিয়ে উল্টো সাংবাদিককে মিডিয়ায় নিউজ না করতে বলেন। বলেন আমরা স্কুল ম্যানেজিং কমিটি বসে আগামীকাল বিষয়টা সমাধান করবো।  আপনারা চলে যান এখন। পরে সেখান থেকে সাংবাদিকরা চলে আসলে রাত ৭:০০ টার সময় প্রধান শিক্ষক সুজিত সাংবাদিক শাহাদাত হোসেনকে কল দিয়ে হত্যার হুমকি  এবং অকথ্য ভাষায় গালি গালাজ করে ফোনটি কেটে দেয়। পরে ঐ দুই সাংবাদিককে রাত ১০:৩০ মিনিটে প্রধানশিক্ষক কল দিয়ে একাধিকার হাতপা ভেঙ্গে ফেলার হুমকি ও দেখে নেওয়ার হুমকি দেয়।
 
পরিস্থিতি সামাল দিতে তরিগরি করে ১৭ আগষ্ট অভিযুক্ত কৃষি শিক্ষা (স্কাউট)  শিক্ষক রাতী কান্ত মিশ্রীকে সাময়িক বরখাস্থ করে তিন সদস্য  বিশিষ্টি কমিটি গঠন করা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গিয়াসউদ্দিন বলেন, শিক্ষক হয়ে মানুষের সাথে এ রকম ভাষায় কথা বলা উচিৎ হয়নি। সাংবাদিকদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে আমি বিভাগীয় কার্যালয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করবো। 
 
ভুক্তভোগী সাংবাদিক আশিকুর রহমান জানায়, আমরা জনগনের কথা গণমাধ্যমে প্রকাশ করি। তবে শিক্ষক হয়ে তিনি একজন মানুষের সাথে এইরকম ভাষায় কথা বলতে পারেনা। আমাকে ও আমার সহকর্মী শাহাদাত হোসেন হিরুকে হত্যার হুমকি দিয়েছে।আমরা জিবন ঝুঁকিতে আছি। আমি ডামুড্যা থানায় জিডি করেছি।  ঐ শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে আমরা ধারাবাহিকভাকে এগিয়ে যাবো।
 
ডামুড্যা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল  বলেন, একজন শিক্ষক জাতির মেরুদণ্ড বটে। তবে প্রধানশিক্ষক সুজিত কর্মকার এর ভাষা মনে হলো মাস্তান ও মাফিয়া ফাটাকেষ্টদের মত। আমি ডামুড্যা প্রেসক্লাবের পক্ষ থেকে এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রশাসনের কাছে ঐ শিক্ষকের উপযুক্ত শাস্তি দাবি করছি।
 
এ বিষয় ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফ আহম্মেদ বলেন, এই বিষয় নিয়ে সাংবাদিক আশিকুর রহমান থানায় এসে ঐ প্রধান শিক্ষকের বিরুদ্ধে জিডি করেছেন। আমরা সঠিকভাবে তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবো।

এমএসএম / এমএসএম

জিন তাড়াতে গিয়ে মা-মেয়েকে হত্যার মূল আসামী কবিরাজ গ্রেপ্তার

গাজীপুর-৩ আসনে আলোচনায় বিএনপির ৪ প্রার্থী, একক প্রার্থী নিয়ে নিশ্চিন্ত অন্য দল

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা হত্যা মামলার আসামির

রায়পুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রাম-১৩ আসনে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে এস এম মামুন মিয়া

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

জুড়ীতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার প্রদান

গাছে ঝুলন্ত লাশ, পা মাটিতে-শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত কুড়িগ্রাম জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

হাটহাজারী নাগরিক সেবা নিয়ে বিপাকে পৌরবাসী। তবে কর্তৃপক্ষের দ্রুত সমাধানের আশ্বাস