ঢাকা মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

জবি ক্যারিয়ার ক্লাবের ওরিয়েন্টেশনে শিক্ষার্থীদের মিলনমেলা


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ২০-৮-২০২২ দুপুর ১২:২
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের (জেএন ইউসিসি) সাথে যুক্ত নবীন সদস্যদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছ। শুক্রবার ক্যারিয়ার ক্লাবের ওরিয়েন্টাশনের মাধ্যমে নবীন-প্রবীণ সদস্যদের মধ্যে মেলবন্ধনের সৃষ্টি হয়। অনুষ্ঠানে ক্যারিয়ার সংক্রান্ত দিকনির্দেশনাও দেয়া হয়। সেই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়।
 
অনুষ্ঠানটি শুরু হয় শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিটে এবং শেষ হয় বেলা ১১টায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২১৫নং কক্ষে অনুষ্ঠানটি প্রাথমিকভাবে শুরু হলেও পরবর্তীতে জবির শান্ত চত্বর ঘিরে ক্যারিয়ার ক্লাবের সদস্যদের মেলবন্ধন পরিলক্ষিত হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি ক্যারিয়ার ক্লাবের চিফ মডারেটর ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মহিউদ্দিন। তিনি বলেন, নবীন ও পুরাতনদের মাঝে মেলবন্ধন করে নতুন কিছু সৃষ্টি করতে হবে।
 
তিনি আরো বলেন, শুধু ক্যারিয়ার নিয়ে ডুবে না থেকে আমাদের এর সাথে যোগ করতে হবে মানবিকতা ও সংস্কৃতি নামক দুই উপাদান, এগুলো আরও বেশি প্রতিফলন করতে চাইলে “ক্যারিয়ার” ও “হিউমানিটি” এ দুটিকে সংযুক্ত করে সেমিনার কিংবা কর্মশালা করা যেতে পারে। শুধু ক্যারিয়ার সম্পর্কিত চিন্তা ভাবনা করলেই হবে সেই সাথে মানবিক ও হতে হবে।
 
অনুষ্ঠানটি শুরু হয় ম্যানেজমেন্ট ট্রেইনি এবং ট্রেইনি এসোসিয়েশনদের ফুলের শুভেচ্ছার মাধ্যমে। একে একে আইস ব্রেকিং পর্ব, ইন্ট্রোডাকশনে ৩টি পর্ব, মিস্ট্রি বক্স, রিফলেকশন বোর্ড বা মেমোরি বোর্ড এবং কুইজ এর মতো আকর্ষনীয় আয়োজন যা কিনা সকল নবীন তথা প্রবীণদের দৃষ্টি আকর্ষণ করেছে।
আইস ব্রেকিং পর্বের দায়িত্বে ছিলো আব্দুলাহ আল মামুন সানি। 
 
পরবর্তীতে ক্যারিয়ার ক্লাবের জেনারেল সেক্রেটারি রাকিবুল হাসান তার মূল্যবান বক্তব্য দেন। অতঃপর প্রেসিডেন্সিয়াল বডির তাসপিয়া ইসলাম, এনামুল করিম রাফি, সাদিয়া ইসলাম তাদের বক্তব্য রাখেন। একপর্যায়ে সকল সদস্যদের জন্য সকালের নাস্তার ব্যবস্থা করা হয়।
 
নাস্তার বিরতির শেষে নবীন সদস্যদের এপয়েনমেন্ট লেটার প্রদান করা হয় যাতে পরবর্তী এক বছর পর্যন্ত কাজের দিকনির্দেশনার সুলিখিত। অতঃপর মিস্ট্রি বক্স এর চমক, মিস্ট্রি বক্সে সবার নাম লিখা থাকবে যার নাম আসবে সে এসে নাচ,গান,আবৃত্তি করবে। যা কিনা সকল সদস্যদের মনোযোগ আকর্ষণ করেছিলো। সেই সাথে রাকিবুল হাসানের গান এবং মুশফিকুর তুর্যের আবৃত্তি সাংস্কৃতিক অনুষ্ঠানের আরো সুন্দর প্রতিফলন দেখা যায়।
 
এবং অনুষ্ঠানটির শেষ পযায়ে "আইস ব্রেকিং" এর একজন বিজয়ীকে মূল্যবান পুরষ্কার বিতরণ করা হয়েছে।  তাছাড়াও অনুষ্ঠানটিতে “স্টাডি ইন এবরোড” সেশনের পরবর্তী কার্যক্রমে অংশগ্রহণ করায় পাঁচ জনকে এবং কুইজ প্রতিযোগিতায় ১০ জন বিজয়ীকে পুরষ্কৃত করা হয়।
 
সম্পূর্ণ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন এক্সিকিউটিভ বডির মাহির সাফিন, জাবিন তাসনিম, রিফাত তাসনিয়া আনিকা ও গাজী আশফিক।
 
ম্যানেজমেন্ট ট্রেইনি, ট্রেইনি এসোসিয়েশন প্রেসিডেন্টশিয়াল প্যানেল, গভর্নিং বডি ও এক্সিকিউটিভ প্যানেল এর স্বতস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রামটি সমাপ্ত হয়।

এমএসএম / জামান