চন্দনাইশে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ
চট্টগ্রামের চন্দনাইশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ শনিবার (২০ আগস্ট) সকালে প্রতিবাদ সমাবেশটি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন চৌধুরী সাহেদের নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন চৌধুরী সাহেদ বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী রাসেলের পরামর্শক্রমে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন- চন্দনাইশ পৌর যুবলীগের অর্থ সম্পাদক আবদুল সবুর, উপজেলা যুবলীগ নেতা তারিফ চৌধুরী ও ইলিয়াস হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান হিরো, জিয়াদ হোসেন হৃদয়, রিয়াদ, রবিন, জাহেদ,ফরহাদ, তানবীর, রাকিবুল ইসলাম তানবীর, শাহাদাত রিজভী, রিপন, আবির, রায়হান, আরমান, জীবন, জগন্নাথ, সাইফুল ইসলাম নাবিল সাইমন, নবাব, আসিফ, আরিফ, নোবেল, যিশু শীল, সাকিব,সাহেদুজ্জামান তারেক প্রমুখ।
এমএসএম / জামান