সাতক্ষীরা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানবন্ধন
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হাসানের ও সাতক্ষীরা সদর থানার তদন্ত কর্মকর্তা ওসি বিশ্বজিৎ কুমারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে হাজার হাজার গ্রামবাসী। তারা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ ছাত্রলীগ থেকে সুমন কে বহিষ্কার করে দেওয়ার দাবী জানান, ও তদন্ত ছাড়ায় গ্রামবাসীদের নাম হয়রানিমুলক মিথ্যা মামলা গ্রহনের প্রতিবাদে সদর থানার (তদন্ত ) বিশ্বজিৎ কুমারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কাছে হস্তক্ষেপ করেছেন আলীপুর ইউনিয়নবাসী।
শনিবার বিকাল সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের গাংনিয়া ফুটবল মাঠে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে হাজার হাজার এলাকাবাসী। এ সময় সমাবেশে থেকে গাংনিয়া লাবন্যবতী খাল থেকে অবৈধ ভাবে বালি উত্তালন বন্ধ করত হবে গ্রামবাসীদর নাম দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার কতে হবে। ঘটাব্যাপী মানববন্ধন ও সমাবেশ চলাকালে বক্তারা বলেন, জেলা ছাত্রলীগর সাধারাণ সম্পাদক সুমন হাসান ভোমরা রোডের ট্রাক এক্সল কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সপকটা নামক প্রতিষ্ঠানর নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে গ্রামের শত শত মানুষর জান-মাল হুমকির মুখে ঠেলে দিয়ে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে বালু সরবরাহর জন্য গাংনিয়া লাবন্যবতী খাল থেকে ড্রজারম্যাশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তালনের পায়তারা করে আসছিল।
বক্তারা আরও বলেন এই ঘটনায় ওসি বিশ্বজিৎ কেন তদন্ত ছাড়ায় কয়েকজন গ্রামবাসীকে আটক করে কারাগারে প্রেরণ করেন । গ্রামবাসীদর অভিযোগ একজন থানার কর্মকর্তা কেন তদন্ত ছাড়ায় কিভাবে একটি কল্প-কাহিনী ও মিথ্যা তথ্য দিয়ে সাজানো হয়রানি মূলক মামলা রেকর্ড করলেন গ্রামবাসীদর বক্তব্য মুহুর এসব বিষয়টি উঠে আসে এবং ওসির বিরুদ্ধ বিভাগীয় তদন্ত করে ব্যবস্তা গ্রহণ সহ হয়রানি মূলক মামলা প্রত্যাহারর দাবি জানান।
সমাবশে বক্তরা আরও বলন লাব্যণ্যবতি খাল এটি কনো সরকারি নিধারিত বালুমহল নয়। তার পরও ছাত্রলীগর জেলার সাধারণ সম্পাদক সুমন হাসান তার ক্ষমতার পাওয়ার খাটিয় গ্রামবাসীদর নাম মিথ্যা মামলা দিয়ে ঐ খান থেকে আবারও অবধৈ বালু উত্তালনর পায়তারা চালিয় যাছ। এখান বালু উত্তালন হল শত শত পাকা ঘরবাড়ী, মসজিদ-মাদ্রাসাসহ অসংখ্য ¯ ভূমি ধসের কবল পড়বে। এব্যাপার এলাকাবাসির পক্ষ থেকে জেলা প্রশাসক, জলা পুলিশ সুপারসহ বিভিন দপ্তর অভিযাগ করা হয়ছ।
মানববন্ধন শেষে বিক্ষাভ সমাবশ আলিপুর ইউনিয়নর ৯ নং ওয়ার্ডর ইউপি সদস্য মোশারাফ হোসেন নিউটনের সভাপতিত্ব বক্তব্য রাখন ৭ নং আলিপুর ইউনিয়নর চয়ারম্যান আব্দুর রউফ সরদার, সদর থানা আওয়ামী লীগর সহ-সভাপতি কামরুল ইসলাম বাবু, ইউপি সদস্য আশরাফুল ইসলাম লাকি, আব্দুল্লাহ গাজী,রফিকুল ইসলাম, সংরক্ষিত মহিলা ওয়ার্ডর সদস্যা সলিনা বগম। এর আগ মানববন্ধন বক্তব্য রাখন গাংনিগ্রামর কষক জিয়াউর ইসলাম, মর্জিনা খাতুন,রহমান গাজী, আজগর আলী, মিটু, নয়ন,রিয়াজুল প্রমূখ। বক্তরা অবিলম্ব ছাত্রলীগ নেতা সুমন হাসান কে বাংলাদশ ছাত্রলীগ থেকে বহিষ্কার ও গ্রামবাসীদর নাম হয়রানিমুরক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
এমএসএম / এমএসএম
আদমদীঘির কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ
চট্টগ্রাম ৯ আসনে শামসুল আলমকে বিএনপি’র মনোনয়নের দাবি ১৫ সংগঠনের
গোপালগঞ্জে গ্রাম আদালত উন্নয়নে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত
সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের রহস্যজনক মৃত্যু
ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়
নরসিংদীর চরাঞ্চলে খেয়াঘাটে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ১০
ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
মহেশপুরে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত
ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান
সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ
হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড
আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের পুরাণবাজারে বিক্ষোভ মিছিল
রায়গঞ্জে সেতুর অভাবে প্রতিদিনের যাতায়াত দুর্ভোগ, অর্ধলাখ মানুষের দুর্দশা
Link Copied