আসন্ন উপ-নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীর ছড়াছড়ি
আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন। তিনি তার নির্বাচনী এলাকায় বিরতিহীনভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।আওয়ামী লীগের নেতাদের মধ্যে ও সাধারণ ভোটারদের আলোচনা কে পাচ্ছেন দলীয় মনোনয়ন।
সংসদের শূন্য আসনে উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পাবেন একজন। কিন্তু দলটি থেকে মনোনয়ন চাইছেন চার জন,নৌকা প্রতীক পেতে দৌড় ঝাপ শুরু করেছে স্থানীয় কর্মী থেকে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগে নেতা। এমনকি এই দৌড়ে শামিল হয়েছেন ব্যবসায়ী। অবস্থাদৃষ্টে মনে হয়, সবাই নৌকায় উঠতে চান।
তৃনমূল আওয়ামী লীগের নেতা কর্মীরা বলেন,এবার মনোনয়ন পেতে ইচ্ছুক প্রার্থীর সংখ্যা চারজন। খুব একট অসুবিধা নেই, এই কথা মনে করে অনেকই আবার প্রার্থী হচ্ছেন।পান আর না পান প্রার্থী হতে চান। কারণ বিএনপি নেই শুনেছে।সেই জন্য প্রার্থিতার দৌড়ও বেড়ে গেছে। আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ত্যাগী ও পরীক্ষিত কাউকে মনোনয়ন দিবে। যারা জনগণের কাছে অধিকতর গ্রহণযোগ্য এবং দুঃসময়ে ছিলেন।
তবে কে হচ্ছেন নৌকার মাঝি, বা কার হাতে যাচ্ছে ক্ষমতাসীনদের নৌকার বৈঠা? এমন প্রশ্ন জেলা থেকে তৃণমূলের মুখে মুখে। আওয়ামী লীগ নেতারা বলছেন, নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে দলের জন্য যারা সব সময় কাজ করেছেন, নেতাকর্মীদের নিয়ে এলাকায় মানুষের পাশে ছিলেন,গণভিত্তি ও জনপ্রিয়তা অর্জন করেছেন এমন প্রার্থী খুঁজে মনোনয়ন দেয়া হবে।
গত ২৪ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সংসদ সচিবালয়। নিয়মানুযায়ী গাইবান্ধা- ৫ আসনে আগামী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা বলেন, আমাদের দলের বর্তমান কৌশলের ওপর নির্ভর করবে দল কাকে মনোনয়ন দেবে। ওই আসনটিতে আওয়ামী লীগ বিরোধী অবস্থান। আবার প্রয়াত সংসদ সদস্যের পরিবারও দাবি করতে পারে। সব মিলিয়ে হিসেব করেই মনোনয়ন দেওয়া হবে।
ওই নেতা আরও বলেন, যদি কাউকে ম্যানেজ করার বিষয় থাকে তাহলে হয়তো পরিবারের দিকে যেতে পারে। আবার আমরা যদি দীর্ঘমেয়াদী কৌশল অবলম্বন করি তাহলে তরুণ কাউকে দলীয় মনোনয়ন দেওয়া হতে পারে। প্রক্রিয়াগুলো আমাদের মনোনয়ন বোর্ডে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
এমএসএম / এমএসএম
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক
কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল
তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা
আত্রাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন
রাণীশংকৈলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত
পবিপ্রবিতে নিয়োগ-বিধি ও প্রমোশন দ্বন্দ্ব, বিএনপিপন্থী শিক্ষকদের বিজয় দিবস বর্জন
বড়লেখায় বিএনপির প্রকাশ্যে গ্রুপিং, কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া ঐক্যের পথ দেখছেন না নেতাকর্মীরা
মেহেরপুরে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ডেইরি খামারিদের মাঝে ঘাস ও খড় কাটার মেশিন বিতরণ
রাজশাহী-৬ আসনে এমপি পদপ্রার্থী আবু সাইদ চাঁদের মনোনয়ন ফরম উত্তোলন
তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী দগ্ধ, গবাদিপশুর প্রাণহানি
জয়পুরহাট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হলেন আনোয়ারুল হক আনু
Link Copied